Coronavirus in India

COVID in India: ছ’মাস পর তিন লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা, দৈনিক আক্রান্ত ২৬ হাজার

আক্রান্ত কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫৬ সক্রিয় রোগী কমেছে দেশে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৫
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

পর পর তিন দিন ৩০ হাজারের কম রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও গত তিন দিন ধরে ৩০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাসের কারণে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪ জনের।

Advertisement

আক্রান্ত কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫৬ সক্রিয় রোগী কমেছে দেশে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৬২০ জন। এ বছর ২২ মার্চ তিন লক্ষের কম ছিল সক্রিয় রোগী। তার পর করোনার দ্বিতীয় ঢেউয়ে তা বাড়তে শুরু করে। মে মাসের মাঝামাঝি সময়ে তা ৩৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এর পর সংক্রমণে লাগাম পড়তে কমতে শুরু করে সক্রিয় রোগী। ছ’মাসেরও বেশি সময় পর ফের তা তিন লক্ষের কম হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement