Coronavirus in India

COVID in India: দৈনিক আক্রান্ত নামল ১৫ হাজারের নীচে, মৃত্যু থাকল ৪০০-র বেশি

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। এর মধ্যে কেরলেই সংখ্যাটা ৩৬৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১০:৩৪
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—সনৎ সিংহ।

দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত ১৭ দিন ধরেই রয়েছে ২০ হাজারের নীচে। সোমবার তা নেমেছে ১৫ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৪ জন।

Advertisement

আক্রান্তের সংখ্যা কম থাকলেও দৈনিক মৃতের সংখ্যা রয়েছে সাড়ে ৪০০-র কাছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। এর মধ্যে কেরলেই সংখ্যাটা ৩৬৩। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু যথাক্রমে ১৮, ১৫ এবং ১০। বাকি সব রাজ্যে তা এক অঙ্কের ঘরেই আবদ্ধ রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জনের।

আক্রান্তের সংখ্যা কম হওয়ার জেরে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় পাঁচ হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫ জন।

Advertisement

দেশের মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। যদিও গত মাসের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে সে রাজ্যের সংক্রমণ। মহারাষ্ট্রেও তা আগের তুলনায় অনেকটা কম। তবে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর পর থেকে কিছুটা হলেও বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement