দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
ছ’দিন পর ফের ৩০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৯ হাজার ৩০৬ জন।
সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৪ হাজার ৭৫৬ জন।
সংক্রমণ কম হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কম ধারা অব্যাহত রয়েছে। কমতে কমতে তা সাড়ে তিন লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৯২৪ জন। ২৩ মার্চ দেশে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে তিন লক্ষের নীচে ছিল। তার পর তা বাড়তে বাড়তে ৩৭ লক্ষ ছাড়িয়েছিল। সংক্রমণে রাশ পড়তেই কমতে থাকে সক্রিয় রোগী। কমতে কমতে পাঁচ মাস পর তা এত কম হল।