Coronavirus in India

COVID in India: দৈনিক আক্রান্ত প্রায় ২৭ হাজার, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে হল ৩৮৩

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ৩ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৪৯৮ জন দেশে এখনও অবধি কোভিডে আক্রান্ত হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫৭
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

পর পর দু’দিন ৩০ হাজারের নীচে থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ৩ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৪৯৮ জন দেশে এখনও অবধি কোভিডে আক্রান্ত হয়েছেন।

Advertisement

দু’দিন কম থাকার পর বুধবার দেশের দৈনিক মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। করোনাভাইরাসের জেরে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। গোটা অতিমারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জনের। সক্রিয় রোগী সংখ্যা কমার ধারাও অব্যাহত রয়েছে বুধবার। প্রায় সাড়ে সাত হাজার কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কেরলে (১৫,৭৬৮)। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে তা ৩ হাজার ১৩১। তামিলনাড়ুতে ১ হাজার ৬৪৭ এবং অন্ধ্রপ্রদেশে ১,১৭৯। কর্নাটকে (৮১৮) গত দু’দিন ধরেই এক হাজারের নীচে রয়েছে দৈনিক সংক্রমণ। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমে তা ৫০০-র আশপাশে। তবে মিজোরামে আক্রান্তের সংখ্যা বুধবারও দেড় হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৩৩৫ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement