দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
ফের ৪০ হাজার ছাড়াল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন। মঙ্গলবার অবশ্য আক্রান্তের সংখ্যা নেমেছিল ৩২ হাজারের নীচে। করোনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রায় ৩৫.৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে বুধবার। সেই সঙ্গে সংক্রমণের হারও ২ শতাংশের বেশি রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৪৪ জন।
গোচা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। মহারাষ্ট্র এবং কেরল— কেবল এই দু’টি রাজ্যেই দৈনিক মৃতের সংখ্যা শতাধিক। ওড়িশা এবং পঞ্জাবে তা ৫০-এর বেশি।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বৃদ্ধিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৫৪১। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭৮ হাজার ১৮১ জন। এর মধ্যে ২ লক্ষ ১৯ হাজারের বেশি সক্রিয় রোগী শুধুমাত্র কেরলে। মহারাষ্ট্রে তা ৫৪ হাজার ৭৬৩। কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সক্রিয় রোগী রয়েছে যথাক্রমে ১৮, ১৬, ১৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলিতে তা ১০ হাজারের কম। বেশ কয়েকটি রাজ্যে তা হাজারের নীচে।