Coronavirus

Coronavirus in India: দেশে প্রায় আট মাস পরে দৈনিক সংক্রমণ ১৪ হাজারের নীচে, তবে উদ্বেগে রাখল দৈনিক মৃত্যু

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ অক্টোবর পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১০:৩৮
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেশে আরও কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১৩ হাজার ৫৯৬ জন আক্রান্ত হয়েছেন। প্রায় আট মাস পরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের নীচে নেমেছে। এর আগে শেষ বার ২০ ফেব্রুয়ারি দৈনিক সংক্রমণ ১৪ হাজারের নীচে ছিল। আক্রান্তের সংখ্যা কমলেও দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৬৬ জনের।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ অক্টোবর, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৫.৭৬ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৩৭ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৮২ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৯ লক্ষ ৮৯ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার ৮৭৪ জনের। অন্য দিকে এক দিনে দেশে ১২ লক্ষ ৫ হাজার ১৬২ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার ৭৮৩ টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement