Coronavirus in India

কমেই চলেছে দৈনিক সংক্রমণ, ‘বেহিসাবি’ মৃত্যুতে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত প্রায় ৪ হাজার

নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দেশে দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০৯:২৯
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর ফের এতটা কম হল দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ছাড়িয়ে গেল। দেশে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নীচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লক্ষের নীচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন।

Advertisement

নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দেশে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর জেরে দেশে মোট মৃতের সংখ্যা হল ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। সংক্রমণে কিছুটা রাশ পড়তেই কমেছিল দৈনিক মৃত্যু। আড়াই হাজারের নীচেও নেমেছিল তা। কিন্তু গত ৫ দিন ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে দৈনিক মৃতের যে হিসাব দেওয়া হচ্ছে তা দেখে অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে।

পটনা হাই কোর্টের নির্দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃতের হিসাবে পর্যালোচনা করেছিল বিহার। সে জন্য গত বৃহস্পতিবার দেশে দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছিল। মহারাষ্ট্রও গত কয়েক দিন ধরে কোভিডে হওয়া মৃত্যুর হিসাব পর্যালোচনা করছে। এর ফলেই মৃতের সংখ্যা এতটা বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। দেশের অধিকাংশ রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে। যেমন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১ জন মৃতের মধ্যে ২ হাজার ৭৭১ জনই মহারাষ্ট্রের। তামিলনাড়ু (২৬৭), কর্নাটক (২০৬) এবং কেরলে (১২৫) গত কয়েক দিন ধরে মৃতের সংখ্যা নির্দিষ্ট অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু হচ্ছে ১০০-র কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement