দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। তবে উদ্বেগ রয়েছে কেরলে। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা কমছে না। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৫২। অর্থাৎ দেশের মোট সংক্রমণের প্রায় ৫৩ শতাংশ একটি রাজ্য থেকেই। দেশে এক দিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৪ অগস্ট, শনিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৪৯৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৭৩ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৭৪৩ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২২ লক্ষ ২৯ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ কোটি ১৭ লক্ষ ৫৭৭ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৬৩ লক্ষ ৮০ হাজার ৯৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৩ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৯০৩ জন টিকা পেয়েছেন দেশে।