coronavirus

Coronavirus in India: ফের বাড়ল সংক্রমণের হার, চিন্তা বাড়াচ্ছে দেশ জুড়ে ২৪ ঘণ্টায় মাত্র ১২ লক্ষ টিকাকরণ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ জুলাই, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ০৯:৫১
Share:

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা আরও কিছুটা কমল। সোমবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। শনিবারের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে । গত ২৪ ঘণ্টায় করোনায় ৭২৪ জন মারা গিয়েছেন ভারতে। গত ৫ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭২৩ জন। তার পরে সাম্প্রতিক সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা সবথেকে কম। তবে গত ২৪ ঘণ্টায় উদ্বেগ বাড়িয়েছে টিকাকরণের সংখ্যা। এক দিনে দেশে ১২ লক্ষ ৩৫ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩৭ কোটি ৭৩ লক্ষ ৫২ হাজার ৫০১ জন টিকা পেয়েছেন।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ জুলাই, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার অবশ্য সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৫৯ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা সামান্য বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৪৯ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯। গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৪ লক্ষ ৩২ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ কোটি ২৩ লক্ষ ১৭ হাজার ৮১৩ জনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement