প্রতীকী ছবি।
মদ ভেবে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ফেলায় মৃত্যু হল এক বন্দির। বৃহস্পতিবার কেরলের পালাক্কড়ের জেলা হাসপাতালে মৃত্যু হয় ওই বন্দির।
সূত্রের খবর, বন্দির নাম রমনকুট্টি। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি রিমান্ডে পালাক্কড় জেলে বন্দি। সোমবার পর্যন্ত একেবারেই সুস্থ ছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বৃহস্পতিবার চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই জেলের এক কর্তা জানিয়েছেন, সরকার থেকে নির্দেশ আসার পরই জেলের ভিতরেই বন্দিদের দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ চলছে। কারা কর্তৃপক্ষ এর জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করছেন। ভুল করে অ্যালকোহল দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজারই রমনকুট্টি খেয়ে ফেলেছেন, আশঙ্কা ওই কারা-কর্তার।
আরও পড়ুন: করোনা রুখতে ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল আরবিআই
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।