প্রতীকী ছবি।
কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় অন্য দুই রোগীর হাতে যৌন হেনস্তার শিকার হল ১৪ বছরের এক কিশোরী। দক্ষিণ দিল্লির ছত্তারপুরের কোভিড চিকিৎসাকেন্দ্রের বাথরুমে ১৫ জুলাই রাতে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার ঘটনার কথা জানানো হয়েছে পুলিশের তরফে। এই ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
জুলাইয়ের শুরুতে, ছত্তারপুর এলাকায় রাধাস্বামী সৎসঙ্গ ব্যাসে দশ হাজার আসনের কোভিড কেয়ার সেন্টারের উদ্বোধন করেছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। হোম আইসোলেশনে থাকার মতো ব্যবস্থা নেই, এ রকম মৃদু উপসর্গ ও উপসর্গহীন করোনা আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে সেখানে। ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি) পরিচালনা করছে এই কোভিড কেয়ার সেন্টারটি। কোভিডে আক্রান্ত হওয়ার পর বস্তিতে বসবাসকারী ১৪ বছরের ওই বালিকা তাঁর পরিবারের লোকেদের রাখা হয়েছিল এই সেন্টারে।
পুলিশ জানিয়েছে, ১৫ জুলাই রাতে ওই কিশোরী যখন বাথরুমে গিয়েছিল তখনই ১৯ বছরের এক যুবক তার যৌন নিগ্রহ করে। অপর যুবক গোটা ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দি করেছিল বলে অভিযোগ করেছে নির্যাতিতা কিশোরী। এর পর পরিবারের লোকের কাছে ঘটনার কথা জানায় ওই কিশোরী। আইটিবিপি-র কাছে গোটা বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। তারাই পুলিশকে খবর দেয়।
ঘটনা নিয়ে পুলিশ অফিসার পরবিন্দ্র সিংহ বলেছেন,‘‘দুই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু সংক্রমণ না ঠিক হওয়া অবধি তাদের কেয়ার সেন্টারেই রাখা হবে।’’ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছেও বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে ৪৯ হাজার নতুন সংক্রমণ, মোট মৃত্যু ছাড়াল ৩০ হাজার
কোভিডে আক্রান্ত হওয়ার পরই নির্যাতনের শিকার হতে হচ্ছে মহিলাদের। এই সপ্তাহেই উত্তর আলিগড় হাসপাতালে এক কোভিড আক্রান্ত যুবতীকে এক চিকিৎসক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছিল। সেই চিকিৎসককেও গ্রেফতারও করেছে পুলিশ।
আরও পড়ুন: হাসপাতালের কোভিড আক্রান্ত যুবতীকে ধর্ষণের চেষ্টা চিকিৎসকের