গ্রাফিক: শৌভিক দেবনাথ
লকডাউনের মধ্যেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দেশে। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১২৬ জন। এই নিয়ে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৮৮৫।
অন্য দিকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২ জনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২।
সারা দেশের মধ্যে করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। দেশে মোট আক্রান্তের সংখ্যার মধ্যে তিন হাজারেরও বেশি এই রাজ্য থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখানে মোট আক্রান্তের সংখ্যা ৩২০৫। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩০০ জন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। মৃত্যুর নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৪ জনের।
মহারাষ্ট্র ছাড়াও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে এমন রাজ্যগুলোর মধ্যে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। হাজার ছুঁইছুঁই এমন রাজ্যের মধ্যে রয়েছে গুজরাত এবং উত্তরপ্রদেশ। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৬৪০। মৃত্যু হয়েছে ৩৮ জনের। সুস্থের সংখ্যা ৫১। এর পর রয়েছে তামিলনাড়ু (১২৬৭)। দক্ষিণের এই রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৮০ জন। রাজস্থানে আক্রান্ত ১১৩১ জন, মধ্যপ্রদেশ ১৩০৮, গুজরাত ১০২১, উত্তরপ্রদেশ ৮৪৬, তেলঙ্গানা ৭৪৩।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫৫। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৫১ জন। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্ত ১৪৪ জন। মৃত ১০।
আরও পড়ুন: গণনায় ভুল স্বীকার চিনের, উহানে করোনায় মৃতের সংখ্যা বাড়ল ৫০ শতাংশ
আরও পড়ুন: নিজেদের লালারস নিজেরাই ট্রপিক্যালে পৌঁছে দিলেন কোয়রান্টিনে থাকা পিজিটিরা
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)