Coronavirus in India

মুসলিমদের কাছে ভারত জন্নত, ওআইসি-র অভিযোগের জবাবে নকভি

নকভির কথায়, ‘‘সংখ্যালঘু-সহ দেশের সমস্ত নাগরিকের সাংবিধানিক, সামাজিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত রয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৮:২১
Share:

—ফাইল চিত্র।

করোনা পরিস্থিতিকে সামনে রেখে ভারতে ‘ইসলাম-ভীতি’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ শুরু করেছিল অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। তার জবাবে মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুখতার আব্বাস নকভি স্পষ্ট জানিয়ে দিলেন, এ দেশ মুসলিমদের কাছে স্বর্গ। তাঁর পাল্টা অভিযোগ, অনেকে এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে।

Advertisement

এ দিন সংবাদ সংস্থা পিটিআই-কে নকভি বলেন, ‘‘ভারতের মুসলিমরা সমৃদ্ধশালী। যারা এই পরিবেশকে কলুষিত করার চেষ্টা করে তারা তাঁদের বন্ধু হতে পারে না।’’ নকভির কথায়, ‘‘সংখ্যালঘু-সহ দেশের সমস্ত নাগরিকের সাংবিধানিক, সামাজিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত রয়েছে।’’

ওআইসি-র তরফে তোলা অভিযোগের জবাবে নকভি এ দিন বলেন, ‘‘আমরা দৃঢ় চিত্তে আমাদের কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী যখন বলেন, তখন তিনি ১৩০ কোটি নাগরিকের অধিকার ও কল্যাণের কথাই বলেন। যদি কেউ এটা দেখতে না-পান, তা হলে এটা তাঁদের সমস্যা।’’ তাঁর মতে, ধর্মীয় নিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ‘রাজনৈতিক ফ্যাশন’ নয়, তা ভারত এবং ভারতবাসীর কাছে ‘রাজনৈতিক প্যাশন’।

Advertisement

আরও পড়ুন: টানা তিন দিন হাঁটা, খিদে-তেষ্টায় বালিকার মৃত্যু গ্রামে পৌঁছনোর মুখেই

মিথ্যাচার ও ষড়যন্ত্র করে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেও এ দিন অভিযোগ করেছেন নকভি। এমন ‘বিপজ্জনক শক্তির’ থেকে সতর্ক থাকতে হবে বলেও জানিয়েছেন। দেশে করোনা আবহের মধ্যেই বিতর্ক দানা বাঁধে দিল্লিতে নিজামউদ্দিন মরকজের ধর্মীয় সমাবেশ ঘিরে। তা নিয়েই ওআইসি টুইটারে অভিযোগ তোলায় বিতর্ক শুরু হয়ে যায়।

আরও পড়ুন: মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে পথে নামল কেন্দ্রীয় দল

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement