Coronavirus

Coronavirus in India: ১০০ কোটির মাইল ফলক ছোঁয়ার দিন আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃত্যু

দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ, যা গত বছরের মার্চ থেকে এ যাবৎ সর্বোচ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১১:০৩
Share:

দেশের করোনা পরিসংখ্যান। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে ১০০ কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলল ভারত। তার ঠিক আগের দিন দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যু। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট।

Advertisement

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৫৪। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ৪৫০। সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ, যা গত বছরের মার্চ থেকে এ যাবৎ সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬০ জনের। যা আগের দিনের চেয়ে কম। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা হল ৪ লক্ষ ৫২ হাজার ৮১১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন ১৭ হাজার ৫৬১ জন। এর ফলে ভারতে মোট সুস্থের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ৯৫ হাজার ৮০৮। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৮৩১।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement