কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া ছবি
পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁদের বন্দোবস্ত করা পরিযায়ী শ্রমিকদের ১০০০ বাস রাজ্যে ঢোকার অনুমতি চেয়েছিলেন। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার সেই আর্জি মানল যোগী সরকার।
প্রিয়ঙ্কার ওই ভিডিয়ো বার্তার পর সোমবার তাঁর দফতরে চিঠি লিখে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ওই বাসগুলি রাজ্যে ঢুকতে পারবে। তবে তার আগে বাসগুলির নম্বর এবং চালকদের নাম জানাতে হবে প্রশাসনকে। প্রিয়ঙ্কা গাঁধীর অফিস সূত্রে খবর, সরকারের চাহিদামতো নথি তৈরি করার কাজ চলছে।
শনিবার উত্তরপ্রদেশের অরাইয়াতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৬ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। ওই ঘটনার পরেই প্রিয়ঙ্কা গাঁধী টুইটারে একটি ভিডিয়োতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে বলেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে অনুরোধ করছি, এটা রাজনীতির সময় নয়। আমাদের বাসগুলো পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যের সীমানায় দাঁড়িয়ে রয়েছে। হাজার হাজার শ্রমিক বাড়ির পথে হাঁটছেন। তাঁদের খাবার নেই, জল নেই। বহু সমস্যার মুখোমুখি তাঁরা। দয়া করে বাসগুলো রাজ্যে ঢোকার অনুমতি দিন।’’
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড দেশে, মৃত্যু ছাড়াল তিন হাজারের গণ্ডি
আরও পড়ুন: ২১ মে থেকে ‘এ-জোন’ বাদে রাজ্যের সর্বত্র বড় দোকান খুলবে
পঞ্জাব, রাজস্থানের মতো কংগ্রেস শাসিত রাজ্যগুলি থেকে উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে মোট ১০০০ বাসের ব্যবস্থা করেছিল কংগ্রেস। কিন্তু সেই বাসগুলি উত্তরপ্রদেশ সরকার রাজ্যে ঢোকার অনুমতি দিচ্ছিল না। ওই ভিডিয়ো বার্তার সঙ্গে উত্তরপ্রদেশের সীমানায় দাঁড়িয়ে থাকা বাসগুলির ভিডিয়োও টুইটারে শেয়ার করেন প্রিয়ঙ্কা। তার পরেই সোমবার অনুমতি মিলেছে।