Coronavirus Lockdown

দেশে ফিরলেন মলদ্বীপে আটকেরা

মলদ্বীপ থেকে আরও ২০০ জন ভারতীয়কে ফেরাতে এ দিনই সেখানে পৌঁছে গিয়েছে নৌসেনার জাহাজ ‘আইএনএস মগর’।

Advertisement

নয়াদিল্লি ও মালে

শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৫:২১
Share:

কোচিতে পৌঁছলেন মলদ্বীপে আটকে পড়া ভারতীয়রা।—ছবি পিটিআই।

করোনা পরিস্থিতিতে মলদ্বীপে আটকে পড়া ৬৯৮ জন ভারতীয়কে নিয়ে আজ কেরলের কোচিতে পৌঁছল ভারতীয় নৌসেনার জাহাজ ‘আইএনএস জলশ্ব’। কোচি পৌঁছে ভারতীয়েরা জানালেন, তাঁরা এ বার নিরাপদ বোধ করছেন। এ ভাবেই শেষ হল বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে শুরু করা ‘বন্দে ভারত’ অভিযানের একটি ধাপ।

Advertisement

মলদ্বীপ থেকে আরও ২০০ জন ভারতীয়কে ফেরাতে এ দিনই সেখানে পৌঁছে গিয়েছে নৌসেনার জাহাজ ‘আইএনএস মগর’।

ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ৮ মে মলদ্বীপের রাজধানী মালে থেকে রওনা হয়েছিল ‘জলশ্ব’। আজ সকাল সাড়ে ৯টায় কোচি পৌঁছেছে সেটি। ওই জাহাজে ৫৯৫ জন পুরুষ ও ১০৩ জন মহিলা ভারতে ফিরেছেন। তাঁদের মধ্যে ১৯ জন অন্তঃসত্ত্বা এবং ১৪টি ১০ বছরের কম বয়সি শিশু রয়েছে। অধিকাংশই কেরল ও তামিলনাড়ুর বাসিন্দা। তবে আরও ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারাও রয়েছেন।

Advertisement

কোচিতে নামার পরে স্পষ্টতই স্বস্তি পেয়েছেন ভারতীয়েরা। এক জন বললেন, ‘‘ভারত সরকার আর নৌসেনাকে ধন্যবাদ। আমি নিশ্চিত মলদ্বীপে আটকে পড়া সকলেই ফিরে আসবেন।’’ আর এক জনের কথায়, ‘‘আমরা এখন নিরাপদ। নৌসেনা খুব ভাল ব্যবহার করেছে।’’ জাহাজে ফেরার জন্য ভারতীয়দের কাছ থেকে জনপ্রতি ৪০ ডলার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মলদ্বীপের ভারতীয় হাইকমিশন।

এ ক্ষেত্রে করোনা সংক্রান্ত সতর্কতা বিধি যে পুরোপুরি মেনে চলা হয়েছে, তা বোঝাতে দুটি ভিডিয়ো প্রকাশ করেছে হাইকমিশন। একটিতে দেখা যাচ্ছে মালের অভিবাসন কাউন্টারে দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে দাঁড়িয়ে আছেন ভারতীয়েরা। অভিবাসন আধিকারিকেরাও সতর্কতা বজায় রেখে কাজ করছেন। অন্যটিতে দেখা যাচ্ছে, সতর্কতা বজায় রেখেই বেশ কয়েকটি বাসে চড়িয়ে ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে জাহাজের কাছে।

আজ মালেতে যে জাহাজটি পৌঁছেছে সেই ‘মগর’-এও ২০০ জন ভারতীয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জাহাজের একটি অংশে থাকবেন তাঁরা। সেখানেই খাওয়ার ঘর ও শৌচাগার রয়েছে। মহিলা, শিশু ও বয়স্কদের দেওয়া হয়েছে আলাদা মেস। খাওয়ার ঘর ও শৌচাগারে ভিড় এড়াতে ২০০ জনকে কয়েকটি দলে ভাগ করা হয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement