রাজস্থান হাইকোর্ট। ফাইল চিত্র।
লকডাউনের জেরে বন্ধ রয়েছে দেশের সমস্ত আদালত। কিন্তু তাই বলে থেমে নেই আদলতের কাজকর্ম। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন মামলার শুনানির কাজ করছেন উকিল, বিচারকরা। শুক্রবার অনলাইনে একটি মামলার শুনানি চলছিল রাজস্থান হাইকোর্টে। সেই মামলায় সওয়াল করতে গেঞ্জি পরে উপস্থিত হন এক উকিল। তা দেখে বিরক্ত বিচারপতি আগামী ৫ মে পর্যন্ত স্থগিত করে দেন সেই মামলার শুনানি।
বিচারক সঞ্জীব প্রকাশ শর্মার সিঙ্গল বেঞ্চে চলছিল জামিনের আবেদনের শুনানি। সেখানেই এই কাণ্ড ঘটান আবেদনকারী উকিল। তার পরই স্থগিতাদেশ জারি করেন বিচারপতি। সেই বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, লকডাউনে যখন ভিডিয়ো কনফারেন্সে শুনানি চলবে, তখন প্রত্যেক উকিলকে যথাযথ পোশাকে উপস্থিত হতে হবে।
উকিলরা যাতে ইউনিফর্ম পরে শুনানিতে হাজির হন, সে জন্য হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি শর্মা।
আরও পড়ুন: প্রায় এক ঘণ্টা হাসপাতালের বাইরে ফুটপাতে বসে রইল ৬৯ জন করোনায় আক্রান্ত রোগী
আরও পড়ুন: আজ থেকে নতুন কী কী খুলছে, কী কী এখনও বন্ধ, দেখে নিন