পিটিআইয়ের তোলা প্রতীকী ছবি।
কোনও দল হাঁটছিল সড়ক ধরে, কোনও দল পাহাড়ি জঙ্গলে গা-ঢাকা দিয়ে। প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। গন্তব্য, বাড়ি। ফেরা অবশ্য কারওই হয়নি। পুলিশি তৎপরতায় ঠাঁই হয়েছে ভাড়াবাড়ি কিংবা আশ্রয় শিবিরে।
গত কাল দিল্লির বারাপুলা এলাকায় পুলিশের টহলদারি দল সাত জন শ্রমিকের একটি দলকে মালপত্র নিয়ে হাঁটতে দেখে। তাঁরা জানান, উত্তরপ্রদেশে ফিরছেন। কারণ, ভাড়া দিতে না-পারায় বাড়িওয়ালা তাঁদের উচ্ছেদ করেছেন। ব্রহ্মপুরীর ওই বাড়িতেই তাঁদের ফিরিয়ে দিয়ে এক মাসের রেশন ও গ্যাস দিয়েছে পুলিশ।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর স্যলনা গ্রামের বাসিন্দাদের কাছ থেকে ‘অপরিচিত’ লোকেদের আনাগোনার খবর পেয়ে মেডিক্যাল টিম নিয়ে পৌঁছয় পুলিশ। উত্তরপ্রদেশের সহারনপুরের ১১ জন পরিযায়ী শ্রমিক ওই গ্রাম হয়ে বাড়ি ফিরছিলেন। ওই শ্রমিকেরা ‘জামাতের লোক’ বলে গুজব ছড়ানোয় হোয়াটসঅ্যাপের একটি গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: ১৪ নয়, ২৮ দিন কোয়রান্টিনে পাঠিয়ে করোনা-যুদ্ধে সাফল্য পেয়েছে কেরল
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)