Coronavirus Lockdown

লকডাউনেও আশা জাগাচ্ছে কিছু সংস্থা, অনলাইনে ২ লক্ষ চাকরির বিজ্ঞাপন

২ লক্ষ বিজ্ঞাপনের মধ্যে ৯১ শতাংশই ফুলটাইম চাকরির বিজ্ঞাপন। বাকি কন্ট্র্যাকচুয়াল এবং পার্ট টাইম চাকরির বিজ্ঞাপন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ১৯:১৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

লকডাউন চলাকালীন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশের অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে বিস্তর। তবে এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে কিছু বিশেষ ক্ষেত্র। যেখানে এই সঙ্কটের সময়েও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অনলাইনে চাকরির খোঁজখবর সংক্রান্ত একটি সংস্থা জানাচ্ছে লকডাউন চলাকালীন গত এক সপ্তাহে অনলাইন প্ল্যাটফর্মে ২ লক্ষের বেশি নতুন চাকরির বিজ্ঞাপন সামনে এসেছে।

Advertisement

লিঙ্কডইন এবং বিভিন্ন সংস্থার জব পোর্টালে গত এক সপ্তাহে যত চাকরির বিজ্ঞপ্তি পোস্ট হয়েছে, একটি সর্বভারতীয় সংস্থার হয়ে তার হিসাব নিকাশ করেই এই তথ্য সামনে এনেছে স্ফিনো নামে ওই সংস্থা। যে সমস্ত সংস্থা চাকরির বিজ্ঞাপন দিয়েছে, তাদের মধ্যে অ্যামাজন, গুগল, টেক মহিন্দ্রা, ওয়ালমার্ট ল্যাবস, ভিএমওয়্যার, আইবিএম, ক্যাপজেমিনি, ডেলয়েট, জেপি মর্গ্যান চেজ, ফ্লিপকার্ট, বায়জু’স, গ্রোফার্স এবং বিগ বাস্কেটের মতো সংস্থা শামিল রয়েছে। শুধুমাত্র বিগ বাস্কেটেই ১০ হাজার শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। গ্রোফার্সে ৫ হাজার শূন্যপদে নিয়োগ চলছে।

যে ২ লক্ষ চাকরির বিজ্ঞাপন জমা পড়েছে, তার মধ্যে ৮০ হাজারই এন্ট্রি লেভেল-এর চাকরি বলে জানা গিয়েছে। অর্থাৎ সদ্য কলেজ পাশ করেছেন যাঁরা, তাঁদের জন্য এটা সুখবর বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও জুনিয়র এবং মিড-সিনিয়র স্তরেও প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এক সংস্থা থেকে অন্য সংস্থায় যাওয়ার সুযোগ বাড়তে পারে।

Advertisement

আরও পড়ুন: করোনা আক্রান্তদের ৮০ শতাংশই উপসর্গহীন, দুশ্চিন্তায় আইসিএমআর​

স্ফিনো আরও জানিয়েছে, ওই ২ লক্ষ বিজ্ঞাপনের মধ্যে ৯১ শতাংশই ফুলটাইম চাকরির বিজ্ঞাপন। বাকি কন্ট্র্যাকচুয়াল এবং পার্ট টাইম চাকরির বিজ্ঞাপন। বিজ্ঞাপনদাতাদের অধিকাংশই তথ্যপ্রযুক্তি সংস্থা। অনলাইন বিপণি এবং ব্যাঙ্কিং ও বিমা সংস্থাও শামিল রয়েছে তাতে। মূলত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার এবং ফুল স্ট্যাক ডেভেলপার্সের চাহিদাই বেশি বিজ্ঞাপনগুলিতে। পাশাপাশি সেলস একজিকিউটিভেরও চাহিদা রয়েছে।

লকডাউনের জেরে এই মুহূর্তে সমস্ত সংস্থার কাজকর্মই বন্ধ রয়েছে। লকডাউন উঠে গেলে কাজে যাতে সমস্যা না হয়, লোকের অভাব যাতে না দেখা দেয় এবং অফিস খুললেই যাতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা যায়, তার জন্যই আবেদনপত্র জমা নেওয়া চালু রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: চিনের টাকায় করোনা ষড়ষন্ত্র? আমেরিকায় গ্রেফতার অধ্যাপক?​

ডেলয়েট সংস্থার চিফ ট্যালেন্ট অফিসার এসভি নাথন সংবাদমাধ্যমে বলেন, ‘‘নিয়োগ বন্ধ রাখিনি আমরা। সবকিছু অনিশ্চিত হয়ে পড়লে লোক নিয়োগের কাজ হয়ত খানিকটা বেগ পাবে। তবে যে পদগুলিতে লোক দরকার, সেগুলিতে লোক নিয়োগের কাজ চলবে।’’ ক্যাপজেমিনির এক মুখপাত্র বলেন, ‘‘সব সংস্থাকেই আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। পরিকল্পনামাফিক লোক নিয়োগ করতে হবে আমাদের। নতুন মুখ এবং অভিজ্ঞতাসম্পন্নদের আলাদা আলাদা ভাবে নিয়োগ করতে হবে।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement