Coronavirus Lockdown

আজকের ঘোষণায় গরিব, কৃষক ও ছোট ব্যবসায়ীরা সুবিধা পাবেন, বললেন মোদী

দেশের ক্ষুদ্র, এতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১৫:০৮
Share:

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

করোনা সঙ্কটের মধ্যে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা রাখতে রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে তিনি টুইট করেন, “আরবিআই-এর আজকের ঘোষণার ফলে দেশের ছোট ছোট ব্যবসা, মাঝারি ও ক্ষুদ্র শিল্প, কৃষক এবং গরিবদের সুবিধা হবে।”

Advertisement

করোনার সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউন চলছে গত ২৫ মার্চ থেকে। চলবে আগামী ৩ মে পর্যন্ত। ফলে দেশের বড়-মাঝারি-ছোট শিল্পগুলোর কাজ থমকে গিয়েছে। ফলে অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে। এমন সঙ্কটময় পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিকাঠামো যাতে ভেঙে না পড়ে সে জন্য নানা পদক্ষেপ করছে কেন্দ্র। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কী কী পদক্ষেপ করা হচ্ছে এ দিন সকালেই সাংবাদিক বৈঠক করে তা জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।

দেশের ক্ষুদ্র, এতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের এই ঘোষণাকে বড় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির কথা বিবেচনা করে রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হবে বলেও জানিয়েছেন আরবিআই গভর্নর। তবে রেপো রেট অপরিবর্তিতই থাকছে।

Advertisement

আরও পড়ুন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

আরও পড়ুন: রাজ্য সরকারি দফতরগুলিতে কাজ শুরু সোমবার থেকে

করোনা মোকাবিলার জন্য ব্যাঙ্কগুলোতে নগদের জোগান বাড়ানো হয়েছে বলেও এ দিন জানিয়েছেন শক্তিকান্ত। করোনার সঙ্কটের জেরে গোটা বিশ্বে অর্থনীতির যেখানে টালমাটাল অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের বৃদ্ধির হার জি-২০ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বলেই দাবি করেছেন তিনি। দু’দিন আগেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে এক দফা বৈঠক করেন মোদী। তার পরই শুক্রবার এই ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement