Coronavirus

এখনই ১৫ লক্ষ লোকের কাজের ব্যবস্থা করতে পারি, পরিযায়ী শ্রমিকদের আশ্বাস যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নগদ ১০০০ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের। ইতিমধ্যেই অনেককে কাজে নিযুক্ত করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ১৬:২৬
Share:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র

লকডাউনের পর বিরাট সংখ্যক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন। এর একটা বড় অংশ উত্তরপ্রদেশের বাসিন্দা। কেউ ঘরে ফিরেছেন, অনেকেই আটকে পড়েছেন ভিন্ রাজ্যে। লকডাউন ওঠার পর তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই প্রত্যেক রাজ্য সরকারের সবচেয়ে বড় চিন্তা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এখনই অন্তত ১৫ লক্ষ মানুষকে কাজ দেওয়ার মতো পরিস্থিতি রয়েছে তাঁর রাজ্যে। সরকারের নির্মাণ কাজ, মনরেগা, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মতো ক্ষেত্রে এই সংখ্যক লোকের কাজের ব্যবস্থা করতে পারবে তাঁর সরকার, দাবি আদিত্যনাথের।

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি, তার মোকাবিলা, লকডাউন এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখনও বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন। যাঁরা হেঁটে বা অন্য কোনও ভাবে রাজ্যে ফিরতে পেরেছেন, তাঁদের দায়িত্ব নিয়েছে সরকার। তিনি বলেন, ‘‘নগদ ১০০০ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে তাঁদের। নিয়ম অনুযায়ী তাঁদের কোয়রান্টিনে রাখার পর বাড়ি বাড়ি পণ্য সরবরাহের কাজে লাগানো হয়েছে।’’

কিন্তু সবাই কাজ পায়নি। ফলে তাঁদের রুজি-রোজগার বন্ধ। আবার এখনও ভিন্ রাজ্যে প্রচুর শ্রমিক আটকে রয়েছেন। লকডাউন ওঠার পর তাঁরা রাজ্যে ফিরলে বেকারত্বের হার ভয়াবহ আকার নেবে। তাঁদের জন্য সরকারের কী পরিকল্পনা? এই প্রশ্নের জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এতে কোনও সন্দেহ নেই যে, সামনে কঠিন চ্যালেঞ্জ। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লকডাউনের মধ্যেও সরকারের বিভিন্ন কাজে প্রায় দেড় লক্ষ লোককে নিয়োগ করা হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: বাড়িতে রেখেও চিকিৎসা করা যাবে কোভিড আক্রান্তের, নির্দেশিকায় জানাল সরকার

কিন্তু কোন ক্ষেত্রে, কী ভাবে বাকি কর্মসংস্থান হবে? আদিত্যনাথ বলেন, ‘‘আমরা এমন জায়গায় আছি যে এখনই ১৫ লক্ষ লোককে কাজ দিতে পারি। সরকারি নির্মাণের কাজ, ১০০ দিনের কাজ, ক্ষুদ্র ও কুটির শিল্প-সহ নানা ক্ষেত্রে এই কর্মসংস্থান হতে পারে। লকডাউনের পরের পরিস্থিতি পর্যালোচনার করে পরিকল্পনা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি আশ্বস্ত করতে পারি যে, উত্তরপ্রদেশে কোনও শ্রমিক কাজ পাবেন না, এমন হবে না।’’

আরও পড়ুন: রেড জোন কলকাতার কোন কোন জায়গা অতি স্পর্শকাতর, দেখে নিন

এখনও বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন উত্তরপ্রদেশের বহু শ্রমিক। তাঁদের ফেরাতে রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে বলেও এ দিন জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, ভিন্ রাজ্যে আটকে পড়া মানুষদের রাজ্যে ফেরানোর প্রচেষ্টা জারি রয়েছে। আদিত্যনাথ বলেন, ‘‘প্রত্যেক রাজ্যে এই সংক্রান্ত নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে তাঁরা কোনও সমস্যায় না পড়েন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এই বিষয়ে জানানো হয়েছে। আমি নিজেও মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ রাখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement