সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারামন। ইউটিউবের ভিডিয়ো থেকে নেওয়া ছবি
‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পের পঞ্চম পর্বের ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রের প্যাকেজ ঘোষণা করছেন অর্থমন্ত্রী। এর মধ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে বাজেট ছাড়াও ৪০ হাজার কোটির অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করেছেন তিনি।
ঝাঁকে ঝাঁকে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। তাঁরা কবে আবার কাজে যোগ দিতে পারবেন, তার নিশ্চয়তা নেই। রাজ্যে ফিরে তাঁরা যাতে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পান, তার চেষ্টা করছে কেন্দ্র। এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘‘মহাত্মা গাঁধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প বা ১০০ দিনের কাজের প্রকল্পে বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। তার বাইরে আরও ৪০ হাজার কোটি টাকা দেওয়া হবে।’’ নির্মলা বলেন, পরিযায়ী শ্রমিকরা যাতে ঘরে ফিরে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ পান তা নিশ্চিত করতেই এই প্রকল্পে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত। পাশাপাশি এই প্রকল্পে কর্মদিবসও বাড়বে।
এ ছাড়াও এ দিনের ঘোষণায় অন্যতম গুরুত্বপূর্ণ, সরকারি সংস্থাগুলির বেসরকারিকরণের রাস্তা পুরোপুরি খুলে দেওয়া। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, ‘‘পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও পরিবর্তনের সময় হয়েছে। তাই সরকারি সংস্থাগুলির একটি স্ট্র্যোটেজিক সেক্টরের তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হবে।’’ পাশাপাশি সংযুক্তিকরণের প্রক্রিয়াও জারি থাকবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, যে ভাবে ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণ করা হয়েছে, সেই প্রক্রিয়া চালু থাকবে।
নির্মলা সীতারামনের বক্তব্য:
• রাজ্যগুলির ওভারড্রাফট নেওয়ার মেয়াদ ১৪ দিনের পরিবর্তে ২১ দিন করা হয়েছে
• এপ্রিলের প্রথম সপ্তাহেই বিপর্যয় মোকাবিলা তহবিল ৪২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যগুলিকে
• ৪০ হাজার ৩৮ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়া হয়েছে
• কেন্দ্র রাজ্যগুলিকে সাহায্যের কাজ করছে, যা আমাদের দায়িত্ব
• রাজ্য ও কেন্দ্রের আয় ব্যাপক হারে কমেছে
• সপ্তম দফা: রাজ্য সরকারগুলির আয় কমেছে, তার জন্য় রাজ্যগুলির ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে
• তবে চারটি সংস্থার বেশি সংস্থা সংযুক্তিকরণ হবে না
• সেই তালিকা অনুযায়ী বেসরকারিকরণ ও সংযুক্তিকরণের সিদ্ধান্ত হবে
• ‘স্ট্র্যাটেজিক সেক্টর’-এর একটি তালিকা তৈরি হবে
• সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণে সায় দেওয়া হতে পারে
• পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি ক্ষেত্র নিয়ে পরিবর্তন আনার সময় এসেছে
• ষষ্ঠ দফা: আরও বেশি সরকারি সংস্থা বেসরকারিকরণ ও সংযুক্তিকরণ করা হবে
• ভারতীয় সংস্থাগুলি এতে লাভবান হবে
• পঞ্চম দফা: শেয়ার বাজারে লিস্টিং-এর প্রক্রিয়া সহজতর করা হচ্ছে
• সংসদে এই সংক্রান্ত বিল আনা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে তা সংশোধন করা যায়নি
• অর্থাৎ ছোটখাটো ভুল-ত্রুটি এখন থেকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হবে না
• চতুর্থ দফা: কোম্পানি আইনে ছোট অপরাধকে ফৌজদারি অপরাধ থেকে বাইরে আনা হচ্ছে
• নতুন করে কোনও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চালু করা হবে না
• এর জন্য় একটি অধ্যাদেশ আনা হবে, সংসদ চালু হলে বিল আনা হবে
• দেউলিয়া ঘোষণার পদ্ধতিতেও বদল আনা হচ্ছে, বিশেষ করে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ক্ষেত্রের জন্য এটা খুবই কার্যকরী হবে
• এক বছরের জন্য এই বন্দোবস্ত করা হচ্ছে
• তৃতীয় দফা: কোনও সংস্থা কোভিডের সময় ঋণের টাকা মেটাতে না পারলে সেটা ডিফল্টার বা ঋণখেলাপি হিসেবে দেখা যাবে না
• এ ছাড়া বিশেষ ভাবে সক্ষমদের জন্যও আলাদা বন্দোবস্ত থাকবে
• আরও ১১টি প্ল্যাটফর্ম চালু করা হবে
• এই প্রকল্পের মধ্যেই ওয়ান চ্যানেল ওয়ান ক্লাস, অর্থাৎ প্রতিটি ক্লাসের জন্য আলাদা চ্যানেল থাকবে
• প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কী ভাবে বাড়ানো যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে
• দ্বিতীয় দফা: স্কুলশিক্ষায় ‘ওয়ান নেশন ওয়ান চ্যানেল’ প্রকল্প চালু হবে
• সারা বছর তো বটেই, মহামারির সময় এই সব ল্যাবগুলির মাধ্যমে সাধারণ মানুষ সুবিধা পাবেন
• প্রতিটি ব্লকে একটি সরকারি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি তৈরি হবে
• ভবিষ্যতে মহামারি পরিস্থিতি মোকাবিলায় কাজে আসবে এই বিভাগগুলি
• সব জেলায় একটি সংক্রামক রোগের বিভাগ খোলা হবে
• কর্মদিবস আরও বাড়ানোর চেষ্টা হবে
• পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার পর কাজে যাতে এই প্রকল্পে কাজ পান, তা দেখা হবে
• ১০০ দিনের কাজের প্রকল্পে ৬১ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল বাজেটে
• প্রথম দফা: মনরেগা বা ১০০ দিনের কাজ প্রকল্পে বাজেটের বাইরেও আরও ৪০ হাজার কোটি অতিরিক্ত দেওয়া হবে
• প্রায় ১২ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করা হয়েছে
• ‘আরোগ্য সেতু’ অ্যাপ বিপুল সাফল্য পেয়েছে, এর মাধ্যমে সরকার যেমন তথ্য পাচ্ছে, তেমনই সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন
• কী ভাবে গরিবদের কাছে অনলাইন ক্লাস পৌঁছনো যায়, তার চেষ্টা চলছে
• বেসরকারি কেবল অপারেটর সংস্থাগুলির সঙ্গে চুক্তি হয়েছে, যাতে টিভিতে ক্লাস সম্প্রচার করা যায়
• স্কাইপের মতো প্ল্যাটফর্মে কথোপকথনের লাইভ সম্প্রচার করার চেষ্টাও চলছে
• বর্তমানে একটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচারের মাধ্যমে ক্লাস চলছে, আরও ১১টি এই প্ল্য়াটফর্ম যোগ করা হবে
• অনলাইন ক্লাস নিচ্ছে স্কুলগুলি
• বর্তমানে আমাদের দেশে তিন হাজারের বেশি সংস্থা সুরক্ষা সামগ্রী তৈরি করছে
• স্বাস্থ্যকর্মীদের জন্য় ৫০ লক্ষ টাকার বিমা করা হয়েছে
• টেস্ট ও কিটসের জন্য টাকা দেওয়া হয়েছে
• ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী
• স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দিকে নজর দেওয়া হচ্ছে
• ৮৬ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হেয়েছে কৃষকদের
• ১২ লক্ষ কর্মী ইপিএফ থেকে ৩৩৬০ কোটি টাকা তুলেছেন
• যে সব রাজ্য যত সংখ্যক ট্রেন চাইছে, সেগুলির বন্দোবস্ত করা হচ্ছে
• ট্রেনের মধ্যে তাঁদের খাবারও দেওয়া হয়েছে
• পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন, তাঁদের ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশ বহন করেছে কেন্দ্র
• সেই প্রকল্পে বহু কৃষক উপকৃত হয়েছেন
• সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়
• প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মাসে ২০০০ টাকা করে দেওয়া হয়