ছবি পিটিআই।
রেলস্টেশনগুলিতে ব্যস্ততা, দোকানপাটে ভিড়, অফিসগুলিতে ফিরেছেন কর্মীরা, রাস্তায় গাড়ির সারি, এমনকি কোখাও কোথাও যানজটও— প্রায় দু’মাসের লকডাউন পেরিয়ে ‘আনলক ওয়ান’-এর প্রথম দিনে আজ ভারতের বিভিন্ন প্রান্তের ছবিটা ছিল এমনই। করোনা আটকাতে বিধিনেষেধ একেবারে শেষ হয়ে যায়নি, কিন্তু ভীতি-আশঙ্কার আবহেই পুরনো ছন্দে ফেরার চেষ্টা দেখা গিয়েছে মানুষের মধ্যে।
আজ থেকেই শ্রমিক স্পেশালের পাশাপাশি যাত্রা শুরু করেছে দুরন্ত, সম্পর্ক ক্রান্তি, জনশতাব্দীর মতো ২০০টি ট্রেন। প্রথম দিনেই ১ লক্ষ ৪৫ হাজার যাত্রী ট্রেনগুলিতে সফর করেছেন। স্টেশনগুলিতে যাত্রীদের ভিড়। দেড় ঘণ্টা আগে স্টেশনে পৌঁছে স্বাস্থ্য পরীক্ষার পরে ট্রেনে চড়েছেন তাঁরা। আসন সংরক্ষণ না থাকলে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। রেল জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত ২৬ লক্ষ যাত্রী টিকিট বুক করেছেন।
আনলক ওয়ান-এর শুরুতে করোনা সংক্রমণের প্রথম সারিতে থাকা গুজরাত, দিল্লির মানুষ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করেছেন। গুজরাতে কন্টেনমেন্ট জ়োন ছাড়া অন্যত্র অফিস, শিল্পকারখানা খোলার বিধিনিষেধ উঠে গিয়েছে। কারখানায় ১০০ শতাংশ হাজিরার অনুমতি। করোনা হানায় জর্জরিত আমদাবাদের রাস্তাতেও আজ ছিল ভিড়। খোলা ছিল দোকানপাট, ব্যাঙ্ক। তবে রাত ন’টা থেকে সকাল আটটা পর্যন্ত কার্ফু জারি হয়েছে। দিল্লিতেও খোলা দোকানপাট, সেলুন। রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মানুষ। শপিং মল, রেস্তরাঁ বন্ধ। ধর্মস্থানের দরজাও খোলা হয়নি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, এক সপ্তাহ দিল্লির সীমানা বন্ধ থাকবে।
আরও পড়ুন: আইসিএমআরের বিজ্ঞানী আক্রান্ত
করোনা সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত যাতায়াতে বিধিনিষেধ। তবে মুম্বই, পুণেতে ৫ জুন থেকে জোড়-বিজোড় নীতি মেনে দোকানপাট খুলবে। ৮ জুন থেকে ১০ শতাংশ কর্মী নিয়ে চালু হবে অফিস।
দক্ষিণের শহরগুলিতে আজ ছিল ব্যস্ততা। বেঙ্গালুরুতে রাস্তাঘাটে ভিড়। গাড়ির যাতায়াত চোখে পড়ার মতো। তামিলনাড়ুতে ফিরে এসেছে ট্যাক্সি ও অটো। ৬০ শতাংশ যাত্রী নিয়ে চলছে বাসও। কেরলে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক করে বিভিন্ন জেলার মধ্যে বাস চালানো হয়েছে আজ। সিনেমার শ্যুটিংয়ে ছাড়পত্র মিললেও আউটডোরে কাজের অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: মোদীর আশ্বাসের পরেই শো-কজ় এমস ডাক্তারকে
উত্তরপ্রদেশের শহরগুলির মধ্যে বাস পরিষেবা চালু হয়েছে। লখনউ থেকে আজ প্রয়াগরাজ, রায়বরেলী, আগরা, মথুরা, ঝাঁসি, গোরক্ষপুরে পৌঁছেছেন মানুষ। লখনউয়ের আলমবাগ, নাহারিয়া চৌরাহা, ভিআইপি রোড কিংবা রায়বরেলী রোড লকডাউনের চার পর্বে খাঁ খাঁ করছিল। আজ সেখানে গাড়ির কোলাহলে কানপাতা দায়।
রাজস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে। তবে পর্যটকদের ভিড় ছিল না। এ দিকে, সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় করোনা প্রভাবিত ১১টি জেলায় এক মাস জুড়ে শনি ও রবিবার লকডাউন ঘোষণা করেছে ওড়িশা।