Economic Stimulus Package

প্যাকেজ: কোথায় কত খরচ করছে কেন্দ্র, দেখে নিন

করোনাভাইরাস এবং লকডাউনের গ্রাস থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। পাঁচ দিন ধরে ধাপে ধাপে তা ঘোষণার পর রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই ২০ লক্ষ কোটি টাকার হিসেব-নিকেশ দিয়েছেন। এক ঝলকে দেখে নিন, কোন খাতে কত খরচ করেছে কেন্দ্র।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ মে ২০২০ ০৫:৩৩
Share:
০১ ০৮

করোনাভাইরাস এবং লকডাউনের গ্রাস থেকে অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। পাঁচ দিন ধরে ধাপে ধাপে তা ঘোষণার পর রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই ২০ লক্ষ কোটি টাকার হিসেব-নিকেশ দিয়েছেন। এক ঝলকে দেখে নিন, কোন খাতে কত খরচ করেছে কেন্দ্র।

০২ ০৮

অর্থমন্ত্রীর পাঁচ দিনের সাংবাদিক বৈঠক: • প্রথম দিনের ঘোষণা ৫.৯ লক্ষ কোটি, বাস্তবে সরকারি খরচ ২৫,৫০০ কোটি। • দ্বিতীয় দিনের ঘোষণা ৩.১ লক্ষ কোটি, বাস্তবে সরকারি খরচ ৫,০০০ কোটি। • তৃতীয় দিনের ঘোষণা ১.৫০ লক্ষ কোটি, বাস্তবে সরকারি খরচ ৩০,০০০ কোটি। • চতুর্থ দিনের ঘোষণা ৮,১০০ কোটি, বাস্তবে সরকারি খরচ ৮,১০০ কোটি। • পঞ্চম দিনের ঘোষণা ৪০,০০০ কোটি, বাস্তবে সরকারি খরচ ৪০,০০০ কোটি। * হিসেব টাকায়

Advertisement
০৩ ০৮

আগের ঘোষণা: • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ: ১ .৭০ লক্ষ কোটি টাকা ঘোষিত। • এর মধ্যে নতুন খরচ ৮৫,৬৯৫ কোটি টাকা (বাকি আগেই বাজেটে বরাদ্দ ছিল)। • করোনা-মোকাবিলায় স্বাস্থ্য খাতে খরচ ১৫,০০০ কোটি টাকা। • নানা রকম কর ছাড়ে রাজস্ব ক্ষতি ৭,৮০০ কোটি টাকা।

০৪ ০৮

যে সব ঘোষণায় মোদী সরকারের এক পয়সাও অবদান নেই: • ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পকে ঋণ তহবিল ৩ লক্ষ কোটি টাকা। • চাষিদের জরুরি প্রয়োজন মেটাতে ঋণ তহবিল ৭০,০০০ কোটি টাকা। • কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ ২ লক্ষ কোটি টাকা।

০৫ ০৮

যে সব ঘোষণায় মোদী সরকারের এক পয়সাও অবদান নেই: • হকারদের ঋণ ৫,০০০ কোটি টাকা। • কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল ১ লক্ষ কোটি টাকা। • রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে নগদ জোগান ৮ লক্ষ ১ হাজার ৬০৩ কোটি টাকা।

০৬ ০৮

তা হলে করোনা-সঙ্কট, লকডাউনের ধাক্কা কাটানো, অর্থনীতিকে চাঙ্গা করতে কোথায় খরচ করছে মোদী সরকার: • ছোট মাঝারি শিল্পকে পুঁজি জোগাতে ৪,০০০ কোটি। • ছোট-মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার তহবিলে কেন্দ্রের অবদান ১০,০০০ কোটি টাকা। • ইপিএফ বাবদ সাহায্য ২,৫০০ কোটি টাকা।

০৭ ০৮

তা হলে করোনা-সঙ্কট, লকডাউনের ধাক্কা কাটানো, অর্থনীতিকে চাঙ্গা করতে কোথায় খরচ করছে মোদী সরকার: • এনবিএফসি-র জন্য ঋণ গ্যারান্টিতে ৯,০০০ কোটি টাকা। • পরিযায়ী শ্রমিকদের জন্য দু’মাসের রেশন বাবদ ২,৫০০ কোটি টাকা। • মুদ্রা ঋণে সুদে ভর্তুকি ১,৫০০ কোটি টাকা। • মৎস্য সম্পদ যোজনা ২০,০০০ কোটি টাকা।

০৮ ০৮

তা হলে করোনা-সঙ্কট, লকডাউনের ধাক্কা কাটানো, অর্থনীতিকে চাঙ্গা করতে কোথায় খরচ করছে মোদী সরকার: • ক্ষুদ্র খাদ্যপণ্য সংস্থার উন্নতি প্রকল্প ১০,০০০ কোটি টাকা। • নতুন হাসপাতাল তৈরিকে লাভজনক করতে সাহায্য ৮,১০০ কোটি টাকা। • একশো দিনের কাজের প্রকল্পে বাড়তি বরাদ্দ ৪০,০০০ কোটি টাকা। **মোট ২,১৭,০৯৫ কোটি টাকা। ছবি: পিটিআই, এপি, এএফপি এবং রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement