Coronavirus Lockdown

লকডাউনে দেউলিয়া হওয়া রুখতে অর্ডিন্যান্স আনতে পারে কেন্দ্র

অন্তত ছ’মাসের জন্য বাড়তি অক্সিজেন দেওয়া হতে পারে ডুবতে বসা কোনও বাণিজ্যিক সংস্থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৬:৩৪
Share:

লডডাউনে স্তব্ধ শিল্প। ছবি: পিটিআই

লকডাউনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক সংস্থাগুলির পাশে দাঁড়াতে এ বার দেউলিয়া আইন বদল করার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। অর্ডিন্যান্স এনে অন্তত ছ’মাসের জন্য বাড়তি অক্সিজেন দেওয়া হতে পারে ডুবতে বসা কোনও বাণিজ্যিক সংস্থাকে। পরবর্তী মন্ত্রিসভার বৈঠকেই এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

Advertisement

লকডাউনের জেরে স্তব্ধ ব্যবসা বাণিজ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সময়ে তৈরি হওয়া পরিস্থিতিকে মাথায় রেখে দেউলিয়া আইনে নতুন একটি অংশ যোগ করতে পারে কেন্দ্রীয় সরকার। তার জোরে কোনও সংস্থাকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়াকে অন্তত ছ’মাস স্থগিত করে দেওয়া যাবে। দেশে করোনা অতিমারির প্রভাব যদি বাড়ে তবে ওই সময়সীমা আরও বৃদ্ধি করার সংস্থানও থাকবে ওই অর্ডিন্যান্সে। যে সমস্ত সংস্থা লকডাউনের জেরে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত, তারা যাতে তলিয়ে না যায়, সে জন্য এই ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার। তবে যে সংস্থা ইতিমধ্যেই আর্থিক ভাবে দেউলিয়া হয়েছে বা সেই পরিস্থিতির মুখোমুখি তাদের ক্ষেত্রে অবশ্য এই সুযোগ থাকছে না।

২০১৬ সালের দেউলিয়া আইন অনুযায়ী, ঋণ শোধে এক দিন দেরি হলেও বিপদের মুখে পড়তে হতে পারে যে কোনও সংস্থাকে। গত ২৩ মার্চ দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ এপ্রিল ওই লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই দিন সকাল দশটায়, সেই ভাষণেই প্রধানমন্ত্রী সারা দেশে লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Advertisement

আরও পড়ুন: লকডাউন কোথায়, কতটা ছাড়, কাল জানাবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: কাজ নেই=পয়সা নেই, আকালের ভয়াল সঙ্কেতে দিলীপ মাঝির বৃত্তান্ত

লকডাউন চলাকালীন অনেক সংস্থাই উৎপাদন চালিয়ে যেতে পারছে না। ফলে কোপ পড়ছে আর্থিক লেনদেনেও। এমনকি চুক্তি অনুযায়ী কাজও করতে পারছে না। অন্য সময় চুক্তির খেলাপ হলে আইনি ঝামেলাতেও পড়ে যেতে পারত সংস্থাগুলি। সেই সমস্যাগুলি থেকে রেহাই দিতে শিল্পমহলের জন্য নয়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement