ছবি: পিটিআই।
চতুর্থ দফা লকডাউনে রাজ্যের হাতে জ়োন চিহ্নিত করার ক্ষমতা দিয়েছে কেন্দ্র। কিন্তু লকডাউনের নিয়ম যাতে শিথিল না হয়, সে জন্য রাজ্যের মুখ্যসচিবদের চিঠি লিখে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা।
চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লকডাউনের যে শর্ত বেধে দিয়েছে, তা কোনও ভাবেই ভাঙতে পারবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। প্রয়োজন হলে পরিস্থিতি বিচার করে কোনও জ়োনে অনুমতি রয়েছে, এমন কোনও গতিবিধি বা কাজকর্মের উপরেও নিষেধাজ্ঞা জারি করতে পারবে রাজ্য প্রশাসন।
আজ চতুর্থ দফা লকডাউনের শর্ত ঘোষণা করেছে দিল্লি সরকার। নতুন নিয়মে দিল্লির সব বেসরকারি দফতর খোলা যাবে। আজ বিকেল থেকেই চালু হয়েছে বাস-অটো-ই-রিকশা। বাসে নির্দিষ্ট সংখ্যক যাত্রী উঠতে পারবেন এবং যাত্রীদের থার্মাল স্ক্রিনিং হবে। রিকশা কিংবা অটোতে এক জনের বেশি যাত্রী নয়। ট্যাক্সিতে চালক-সহ সর্বাধিক ২ জন থাকবেন। জোড়-বিজোড় পদ্ধতিতে খোলা হবে বাজার। তবে কেন্দ্রের নির্দেশিকা মেনে এখনও বন্ধই থাকছে শপিং মল, স্কুল-কলেজ, সিনেমা হল ও মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: সোনার রাজধানীতে ধুঁকছেন হাজার হাজার পরিযায়ী, ক্ষোভ বাড়ছে ফিরতে চেয়ে
আরও পড়ুন: মোতায়েন এনডিআরএফ, ঘূর্ণিঝড় মোকাবিলা বৈঠকে সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর