Coronavirus in India

দেশে করোনা সংক্রমণে স্বস্তি সব ক্ষেত্রেই, ২৪ ঘণ্টায় আক্রান্ত কমল প্রায় আড়াই হাজার 

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নতুন আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি মানুষ। মঙ্গলবার এই সংখ্যা ১১ হাজার ৮০৫।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের নামল ৯ হাজারের কাছাকাছি। সোমবারের তুলনায় মঙ্গলবার ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার কমল। সংক্রমণের হার কমেছে প্রায় ১ শতাংশ। সুস্থতার হারে টানা স্বস্তির প্রবণতা অব্যাহত। ২৪ ঘণ্টায় মৃত্যুও কমেছে ৯ জনের।

Advertisement

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২১ জন। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৬৬৭। সব মিলিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৭১০।

সারা দেশে টানা বাড়ছে সুস্থতা। মঙ্গলবারও সেই প্রবণতা বজায় রেখে দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন নতুন আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি মানুষ। মঙ্গলবার এই সংখ্যা ১১ হাজার ৮০৫। এই নিয়ে দেশে মোট কোভিডমুক্ত হলেন ১ কোটি ৬ লক্ষ ৩৩ হাজার ২৫ জন। ফলে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৮৭২। সুস্থতার হারও সোমবারের ৯৭.২৯ থেকে বেড়ে হয়েছে ৯৭.৩২ শতাংশ।

Advertisement

তবে মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে সংক্রমণের হারে। প্রতি দিন যে সংখ্যক নমুনা পরীক্ষা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। সোমবারের তুলনায় মঙ্গলবার ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বেড়েছে ১ লক্ষ ২৯ হাজার ৫৪২। অথচ আক্রান্তের সংখ্যা কমেছে প্রায় আড়াই হাজার। স্বাভাবিক ভাবেই সংক্রমণের হার সোমবারের ২.৪ শতাংশ থেকে কমে হয়েছে ১.৪৮ শতাংশ। মঙ্গলবারের বুলেটিনে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষ ১৫ হাজার ৬৬৪ জনের। সোমবার এই সংখ্যা ছিল ৪ লক্ষ ৮৬ হাজার ১২২।

দৈনিক আক্রান্তের মতোই দেশ জুড়ে কোভিডে মৃত্যুর সংখ্যাতেও স্বস্তি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৮১ জন। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি হয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৮১৩ জন।

গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবারও দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই রাজ্যেই। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন। এর পরেই কেরলে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮৪। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। সোমবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন।

গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবারও দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই রাজ্যেই। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী এই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন। এর পরেই কেরলে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮৪। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। সোমবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement