ছবি: পিটিআই।
প্রবীণেরা নন, করোনাভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন যুব ও মধ্যবয়সিরাই। দেশে যে তিন হাজার লোক করোনা-আক্রান্ত হয়েছেন, তাঁদের সমীক্ষা করে ওই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে মৃত বা সঙ্কটজনক অবস্থায় রয়েছেন, এমন ব্যক্তিদের অধিকাংশই বয়স্ক।
সম্প্রতি দেশে করোনা আক্রান্ত ২৯০২ জন রোগীর মধ্যে সমীক্ষা চালায় স্বাস্থ্য মন্ত্রক। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। বয়স্কদের অতিরিক্ত সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছিল কেন্দ্র।
কিন্তু আক্রান্ত ব্যক্তিদের বয়সের সমীক্ষা করে দেখা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি। মোট আক্রান্তের ৪১ শতাংশের কিছু বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন ৪১-৬০ বছর বয়সিরা। মোট আক্রান্তের ৩৩ শতাংশের কাছাকাছি। মোট আক্রান্তের প্রায় ১৭ শতাংশের বয়স ৬০-এর বেশি। সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন ০-২০ বছরের মধ্যে যাঁরা। ৯ শতাংশ মতো।
এমসের চিকিৎসক প্রসূন চট্টোপাধ্যায় বলেন, ‘‘গোটা বিশ্বেই ২০ থেকে ৪০ বছর বয়সিদের মধ্যে সংক্রমণের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তুলনামূলক ভাবে এই বয়সের লোকেদের সবচেয়ে বেশি রাস্তায় দেখা যাচ্ছে। প্রয়োজনে বা অপ্রয়োজনে। তবে এঁদের সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। অন্য দিকে যাঁদের বয়স একটু বেশি, তাঁরা বিপদের আশঙ্কায় ঘরে রয়েছেন। বাড়ি থেকে কাজ করছেন। ফলে তাঁদের আক্রান্ত হওয়ার সংখ্যা তুলনামূলক ভাবে কম।’’
আরও পড়ুন: প্রসূতি মুসলিম! হাসপাতাল ফেরানোয় মৃত্যু নবজাতকের
ইতিমধ্যেই করোনা সংক্রমণে যাঁরা মারা গিয়েছেন, বা যাঁরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি, তাঁদের অধিকাংশ প্রবীণ। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, ‘‘বয়স্ক মানুষদের মধ্যে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের অধিকাংশ ডায়াবিটিস, রক্তচাপ, কিডনি বা হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। বর্তমানে যে ৫৮ জন করোনা রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাঁরা মূলত কেরল, দিল্লি ও মধ্যপ্রদেশের বাসিন্দা।’’
গত ক’দিনে দেশে সংক্রমণের ঘটনা লাফিয়ে বেড়েছে। গোষ্ঠী সংক্রমণ এখনও না-ছড়ালেও বেশ কিছু এলাকায় শুরু হয়েছে স্থানীয় সংক্রমণ। ভারতের পরিস্থিতি বিশ্বের অন্য দেশের তুলনায় ভাল বলেই মনে করছে কেন্দ্র। লব আগরওয়াল বলেন, ‘‘আমাদের দেশে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তবে লড়াই চালিয়ে যেতে হবে। কারণ একটি ভুল আমাদের লড়াইকে কঠিন করে দেবে।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)