Coronavirus

দিল্লিতে করোনায় মৃত্যু বৃদ্ধার, দেশে দ্বিতীয়

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লির জনকপুরীর বাসিন্দা ওই বৃদ্ধা। রাম মনোহর লোহিয়া হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ২৩:০১
Share:

প্রতীকী ছবি।

কর্নাটকের পর দিল্লি। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬৮ বছরের এক বৃদ্ধার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লির জনকপুরীর বাসিন্দা ওই বৃদ্ধা। রাম মনোহর লোহিয়া হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় তাঁর। এই নিয়ে ভারতে করোনায় মৃত্যু হল দু’জনের।

Advertisement

স্বাস্থ্য সচিব প্রীতি সুদানকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে ৬৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ৫ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে ওই বৃদ্ধার ছেলে সুইত্জারল্যান্ড ও ইটালি গিয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি ভারতে ফিরে আসেন। জ্বর ও কাশি হয়েছিল তাঁর। রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিত্সা করাচ্ছিলেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিবারের সকলেরই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। তার পরই ওই বৃদ্ধা এবং তাঁর ছেলেকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরই এ দিন রাতে মৃত্যু হয় ওই বৃদ্ধার।

বৃহস্পতিবার রাতে কর্নাটকের কলবুর্গিতে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দেশে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১।

Advertisement

আরও পড়ুন-করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু কর্নাটকে, জারি চূড়ান্ত সতর্কতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement