Rashtrapati Bhavan

রাষ্ট্রপতি ভবনে করোনা, আইসোলেশনে ১২৫ পরিবার

সূত্রের খবর, সাফাইকর্মীর পুত্রবধূর মা কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন পরিবারের সব সদস্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ১৩:১১
Share:

ফাইল চিত্র।

এ বার রাষ্ট্রপতি ভবনেও করোনার সংক্রমণ ছড়াল। রাষ্ট্রপতি ভবনের এক সাফাইকর্মীর পুত্রবধূর করোনা ধরা পড়ে। পরীক্ষায় তাঁর রিপোর্টের নমুনা পজিটিভ আসে। তিনি ওই ভবন চত্বরেই থা্কেন। মহিলার করোনা পজিটিভ ধরা পড়ার পরই রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ১২৫টি বাড়ির সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তার মধ্যে ২৫টি বাড়ির সদস্যকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, সাফাইকর্মীর পুত্রবধূর মা কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন পরিবারের সব সদস্য। অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পরই সাফাইকর্মীর পরিবারের সব সদস্যকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এলেও সাফাইকর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন: করোনা-হাসপাতালে মৃতের অন্ত্যেষ্টি নিয়ে ধুন্ধুমার, পুলিশ লুকোল জঙ্গলে

Advertisement

আরও পড়ুন: কোভিড-১৯-এর দিনগুলোতে জীবন যে রকম

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement