আজিম প্রেমজি। ছবি: টুইটার
করোনা মোকাবিলায় দেড় হাজার কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি আগেই দিয়েছেন রতন টাটা। ৫০০ কোটি টাকা দিতে চলেছেন আর এক শিল্পপতি মুকেশ অম্বানি। এই পরিস্থিতিতে এ বার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজিও। উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড ও আমিজ প্রেমজি ফাউন্ডেশন এই তিন সংস্থা একসঙ্গে মিলে ১ হাজার ১২৫ কোটি টাকা দান করার আশ্বাস দিয়েছে।
তিন সংস্থার তরফে জানানো হয়েছে, ‘স্বাস্থ্য ও মানবতার দিক থেকে করোনার মতো অতিমারি এক অভূতপূর্ব সঙ্কট।’ ১ হাজার ১২৫ কোটি টাকার মধ্যে উইপ্রো লিমিটেড দেবে ১০০ কোটি টাকা। উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড দেবে ২৫ কোটি টাকা। বাকি ১ হাজার কোটি টাকা দেবে আজিম প্রেমজি ফাউন্ডেশন। সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওই টাকা করোনা আক্রান্তদের চিকিৎসা, চিকিৎসা সরঞ্জাম কেনা ও পরিষেবার জন্য খরচ করা হবে। তথ্য প্রযুক্তি সংস্থাটির ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এর দেখভাল করবেন। গোটা বিষয়টির বাস্তব রূপায়ণে সাহায্য করবে আজিম প্রেমজি ফাউন্ডেশনের ১ হাজার ৬০০ কর্মীর একটি দলও। সঙ্গে থাকবেন সমাজের বিভিন্ন স্তরের সাড়ে তিনশো জন।
সংস্থার তরফে জানানো হয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ও বিশ্বমানবতা প্রচারের খাতেই এই টাকা খরচ করা হচ্ছে।
আরও পড়ুন: মধ্যরাতে আসরে ডোভাল, পুলিশ-গোয়েন্দা যৌথ অভিযানে খালি করা হল নিজামউদ্দিন
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)