AIIMS

টিকা নেওয়ার পর এমসের নার্সকে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

এমসে বছর তিনেক ধরে নার্সের কাজ করছেন নিবেদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টিকা দেওয়ার দায়িত্বে তাঁর সঙ্গী ছিলেন এমসের আর এক নার্স রোসাম্মা আলিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৩:৩৬
Share:

প্রধানমন্ত্রীকে টিকা দিয়ে উচ্ছ্বসিত এমসের নার্স পি নিবেদা। ছবি: পিটিআই।

সকাল থেকেই জানতেন, হাসপাতালে কোভিড টিকা নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে চাপা উত্তেজনা তো ছিলই, সঙ্গে ছিল প্রধানমন্ত্রীর মতো ‘ভিভিআইপি’-কে টিকা দেওয়ার গুরুদায়িত্ব। সোমবার সকালে সেই গুরুদায়িত্ব ঠিকঠাক পালন করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর নার্স পি নিবেদা। নিবেদার কাছ থেকে প্রতিষেধক নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘টিকা দেওয়া হয়ে গেল! একেবারে বুঝতেই পারিনি।’’

Advertisement

প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ‘প্রশংসা’ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পুদুচেরির বাসিন্দা নিবেদা। তিনি বলেন, ‘‘টিকাকেন্দ্রে ডিউটি পড়েছিল। আজ আমাদের সেখানে ডাকা হয়েছিল। সকালে জানলাম যে, প্রধানমন্ত্রী স্যার আজ আসছেন। প্রধানমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করে দারুণ লাগছে!’’

এমসে বছর তিনেক ধরে নার্সের কাজ করছেন নিবেদা। দেশ জুড়ে টিকাকরণের দ্বিতীয় পর্বে মোদীকে ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ টিকা দেওয়ার দায়িত্বে তাঁর সঙ্গী ছিলেন এমসের আর এক নার্স রোসাম্মা আলিও। তবে প্রধানমন্ত্রীকে টিকা দেওয়ার ভার বর্তায় নিবেদার কাঁধেই। টিকা দেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে টুকটাক কথাবার্তাও সেরে নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল? নিবেদা বলেন, ‘‘আমরা কোথাকার বাসিন্দা, তা জানতে চাইলেন প্রধানমন্ত্রী।’’

Advertisement

মোদীর টিকাকরণের সময় নিবেদার সঙ্গে আগাগোড়াই ছিলেন কেরলের বাসিন্দা রোসাম্মা। প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্বকে টিকা দেওয়ার ঘোর যেন কাটছেই না তাঁর। রোসাম্মার মন্তব্য, ‘‘কী যে ভাল লাগছিল! (টিকা নেওয়ার সময়) স্যারও বেশ সহজ-স্বাভাবিক ছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement