তৃণমূল সাংসদ শান্তনু সেন। ছবি: পিটিআই।
কোভিড সারাতে গোমূত্র পানের নিদান দিয়েছিলেন বেশ কিছু বিজেপি নেতা। তা নিয়ে সংসদে সরাসরি নরেন্দ্র মোদী সরকারকেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। রাজ্যসভায় আজ ‘হোমিয়োপ্যাথি সেন্ট্রাল কাউন্সিল বিল (সংশোধনী)’ নিয়ে আলোচনায় শান্তনু বলেছেন, ‘‘যে সরকারের নেতারা বলেন গোমূত্র পান করলে কোভিড সারবে, তাদের কাছে আর কী আশা করা যায়! তারা তো বেসরকারি প্রতিষ্ঠানের নামে হাতুড়ে ডাক্তার তৈরি করবেই। ইতিহাসে পড়েছি, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী মিলে গুরুকুলকে উচ্ছন্নে পাঠিয়েছিলেন। এই সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ আমাদের দেশের প্রাচীন চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করছে।’’
তৃণমূল সাংসদের অভিযোগ, বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসা সদস্যদের নিয়ে তৈরি হোমিয়োপ্যাথি কাউন্সিলকে অগণতান্ত্রিক ভাবে তুলে দিয়েছে কেন্দ্র। তার জায়গায় নিজেদের আস্থাভাজন সাত জনকে বসিয়েছে গভর্নিং বডির সদস্য করে। এই সদস্যদেরই ‘গান্ধারী’ বলে উল্লেখ করে শান্তনু বলেন, “কেন্দ্রীয় সরকার হাতুড়ে ডাক্তারের জন্ম দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে ডাক্তার। তিনি নন, কিন্তু নেপথ্যে অন্য কারও অঙ্গুলিহেলনে এই কাজ চলছে।”