Coronavirus

করোনা আপডেট: দেশে আক্রান্ত বেড়ে ৬৯৪, নতুন আক্রান্ত ৮৮, মৃত বেড়ে ১৬

সারা বিশ্বেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৬৯ জন। করোনায় আক্রান্ত ৪ লক্ষ ৯১ হাজার ৬২৩ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২০ ১১:০৪
Share:

আজও বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার নতুন করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে ৮৮ জনের। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৯৪। এখনও পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হলেও বুধবারের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ জন। অন্য দিকে নতুন করে আরও তিন জনের মৃত্যু হয়েছে। মোট মৃত ১৬ জন।

Advertisement

সারা বিশ্বেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৬৯ জন। করোনায় আক্রান্ত ৪ লক্ষ ৯১ হাজার ৬২৩ জন। তবে এর পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন লক্ষাধিক মানুষ।

বৃহস্পতিবারই রাজ্যে নতুন এক করোনা রোগীর সন্ধান মিলেছে। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনা রোগীর সংখ্যাটা দাঁড়িয়েছে ১০।

Advertisement

• রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত ১

• ওই ব্যক্তির বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই

• করোনা মোকাবিলায় কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করলেন মুখ্যমন্ত্রী

• করোনা মোকাবিলায় তহবিল গড়েছে রাজ্য সরকার

• ওই তহবিলে দানের জন্য আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের পরিস্থিতি আপাতত উদ্বেগজনক না হলেও, গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাটা। দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছশো ছাড়িয়ে গিয়েছে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র ও কেরলে। দু’টি রাজ্যেই আক্রান্তের সংখ্যা শতাধিক। তুলনামূলক ভাবে কম হলেও, করোনায় আক্রান্তের হদিশ মিলেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।

• করোনা মোকাবিলায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

• কেন্দ্রীয় সরকারের বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাহুল গাঁধী

• করোনার চিকিৎসার জন্য ওড়িশা, অসম-সহ বিভিন্ন রাজ্যে গড়া হচ্ছে একাধিক হাসপাতাল

• লকডাউনের সময় গরিব মানুষকে সাহায্যার্থে ৩১০ কোটি টাকার ফান্ড গড়ল রাজস্থান সরকার

• ১০০ কোটি টাকার ফান্ড ঘোষণা করেছে বিহারের নীতীশ কুমার সরকারও

• সংক্রমণ এড়াতে জম্মু-কাশ্মীরের সমস্ত প্রার্থনাস্থল বন্ধ করা হয়েছে

• ১৪ এপ্রিল পর্যন্ত দিল্লি মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

• করোনা পরিস্থিতির মোকাবিলায় অবসরপ্রাপ্ত চিকিসক ও স্বাস্থ্য কর্মীদের কাজে যোগ দিতে বলল হরিয়ানা সরকার‌

• করোনার মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করছে এইমস

• মহারাষ্ট‌্র ও কেরল, দুই রাজ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে

• জাতীয় সড়কে টোল সংগ্রহ বন্ধ করে দেওয়া হয়েছে

‌করোনার ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা গোটা পৃথিবীতে বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার। আর আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষ ছুঁয়েছে। এর মধ্যে ই‌‌টালিতেই মৃত্যু হয়েছে সাড়ে ৭ হাজার মানুষের। পিছিয়ে নেই স্পেনও। সেখানে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনা তাণ্ডব দেখাচ্ছে ইরানেও। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আমেরিকায়। সেখানে প্রায় ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ৯০০ জনের। কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে ফ্রান্সেও। তবে এর মধ্যেই কিছুটা ভাল ছবি চিনে। সেখানকার স্থানীয় মানুষদের কেউই আর নতুন করে করোনায় আক্রান্ত হননি।

• করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ইটালিতে

• মৃতের সংখ্যার নিরিখে এ বার চিনকে ছাপিয়ে গেল স্পেন

• ফ্রান্সেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু

‌• আমেরিকায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

• চিনের প্রতি পক্ষপাত করার অভিযোগ তুলে হু-কে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

• করোনার বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্পকে জি-২০ সম্মেলনকে ব্যবহার করার প্রস্তাব দিলেন মার্কিন সেনেটররা

• এই বছরের জন্য বাতিল হতে পারে উইম্বলডনও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement