Coronavirus

বেড়েই চলেছে নতুন আক্রান্তের সংখ্যা, দেশে মৃত্যু বেড়ে ১২২৩

মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনা সংক্রমিত। এ পর্যন্ত মোট ১১ হাজার ৫০৬ জন। মৃত্যুও হয়েছে ৪৮৫ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২০ ১০:০৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গত কয়েক দিন ধরে দেড় হাজার থেকে দু’হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল নতুন আক্রান্তের সংখ্যা। শনিবার তা নতুন রেকর্ড স্পর্শ করল। বিকেলে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব— গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ৪১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৭ হাজার ৭৭৬ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন সারা দেশে করোনায় মৃত ১ হাজার ২২৩ জন।

Advertisement

মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনা সংক্রমিত। এ পর্যন্ত মোট ১১ হাজার ৫০৬ জন। সেখানে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি, ৪৮৫ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে আক্রান্ত ৪ হাজার ৭২১ জন। মৃত ২৩৬। তৃতীয় স্থানে দিল্লি, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৩৮। আক্রান্তের সংখ্যায় এর পরের রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ (২,৭১৯), রাজস্থান (২,৬৬৬), তামিলনাড়ু (২,৫২৬) ও উত্তরপ্রদেশে (২,৪৫৫), অন্ধ্রপ্রদেশে (১,৫২৫), তেলঙ্গানায় (১,০৫৭)।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৯৫। মৃত্যু হয়েছে ৩৩ জনের।

Advertisement

আরও পড়ুন: কেন্দ্রের নয়া নির্দেশিকায় কী বন্ধ, কিসেই বা ছাড়?​

মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে গুজরাত। সেখানে মৃত্যু হয়েছে ২৩৬ জনের। ১৪৫ জন মারা গিয়েছেন মধ্যপ্রদেশে। তবে আক্রান্ত যেমন বাড়ছে, তেমনই দেশ জুড়ে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যে ১০ হাজার ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি হোয়াইট হাউসের​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement