Coronavirus

গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু দেশে, করোনায় আক্রান্ত বেড়ে ৮৪৪৭

সারা দেশে আরও ৯১৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে মোট ২৭৩ জনের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১০:১৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দেশে এক দিনে করোনাভাইরাসের সংক্রমিত হলেন প্রায় হাজারের কাছাকাছি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯১৮ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ফলে রবিবার বিকেল পর্যন্ত দেশ জুড়ে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৪৭-এ।

Advertisement

ভারতে রোজই বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। এর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, রবিবার বিকেল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৪৭। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই সংক্রমণের শিকার হয়েছেন ১ হাজার ৭৬১ জন। আশঙ্কা বাড়িয়েছে দিল্লির পরিস্থিতিও। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্য়া ১ হাজার ৬৯ জন। অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে সংক্রমণে খানিকটা রাশ টানা গিয়েছে। ওই রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৩৭৪ জন।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত, এই ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল ১ হাজার ৩৫ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। তার তুলনায়, শনিবার থেকে রবিবার বিকেল পর্যন্ত এই সময়ে অবশ্য সংক্রমণ সামান্য কম। সারা দেশে আরও ৯১৮ জন সংক্রমিত হয়েছেন। ফলে দেশে এখন করোনা আক্রান্ত ৮ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। সারা দেশে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। পশ্চিমবঙ্গে আরও ১৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও, নবান্নের তরফে জানানো হয়েছে রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৫।

Advertisement

আরও পড়ুন: পুরো এপ্রিলই ঘরে থাকুন, পরামর্শ প্রধানমন্ত্রীর, বঙ্গ লকডাউনেই

সংক্রমণের নিরিখে সারা দেশে এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ হাজার ৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সারা দেশের তুলনায় মৃত্যুও বেশি ওই রাজ্যে। মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার পেরিয়ে গিয়েছে। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত ৯৬৯ জন। গোটা দেশের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান। সেখানে করোনা ধরা পড়েছে ৭০০ জনের। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৫৬৪)।

কেরলে অবশ্য সংক্রমণে বেশ খানিকটা রাশ টানা গিয়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এখনও পর্যন্ত ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৪। আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এখনও পর্যন্ত সারা দেশে ৭১৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement