National news

‘আগামী ছ’মাসেই আর্থিক বিপর্যয় দেখবে দেশ’, করোনা নিয়ে সতর্ক করলেন রাহুল গাঁধী

করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে প্রধানমন্ত্রী যে কতটা ব্যর্থ তার বিশ্লেষণ দিতে গিয়েই তিনি দেশের আর্থিক বিপর্যয়ের কথা তুলে ধরেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৮:০৮
Share:

রাহুল গাঁধী। -ফাইল চিত্র।

এখনই সতর্ক না হলে আগামী ছয় মাসের মধ্যে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে দেশ। করোনাভাইরাসের বাড়তে থাকা সংক্রমণ নিয়ে এ ভাবেই দেশবাসীকে সতর্ক করলেন রাহুল গাঁধী। সোমবার সংসদের বাইরে সাংবাদিকদের কথাগুলো বলেছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে প্রধানমন্ত্রী যে কতটা ব্যর্থ তার বিশ্লেষণ দিতে গিয়েই তিনি দেশের আর্থিক বিপর্যয়ের কথা তুলে ধরেছেন।

Advertisement

এ দিন ৪৯ বছরের এই কংগ্রেস নেতা করোনাভাইরাসকে সুনামির সঙ্গে তুলনা করে বলেছেন, “আমি একটা গল্প বলছি… সুনামির আগে আন্দামান-নিকোবরে জলস্তর বেড়ে গিয়েছিল। মানুষ মাছ ধরার জন্য সমুদ্রে নেমে পড়েছিলেন। তারপরই জলোচ্ছ্বাস হয়।” করোনাভাইরাস নিয়েও সরকার সে রকমই বোকামি করছে বলেই তাঁর মত। কারণ কী ভাবে দেশবাসীকে এর থেকে বাঁচাতে হয়, তা স্পষ্ট নয় সরকারের কাছে। এমনকী তিনি বারবার সরকারকে এ বিষয়ে সচেতন করেছেন। তা সত্ত্বেও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরই তিনি বলেন, “দেশের জন্য কতটা যন্ত্রণার সময় আসতে চলেছে তা বুঝতে পারছেন না। ভারতের অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হতে চলেছে। আর তাই শুধু কোভিড-১৯ নয়, এই অর্থনীতির বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর জন্যও সব রকম প্রস্তুতি শুরু করতে হবে। তা না হলে আগামী ছয় মাসের মধ্যে দেশবাসীকে অকল্পনীয় যন্ত্রণা সহ্য করতে হবে।”

এর আগেও রাহুল গাঁধী করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, দেশ ‘দুর্ঘটনার’ দিকে এগোচ্ছে আর প্রধানমন্ত্রী সেই ‘চাকার উপর শুয়ে রয়েছেন’।

Advertisement

আরও পড়ুন: ‘যুদ্ধ পরিস্থিতি, ঘরবন্দি থাকুন’, লকডাউন ঘোষণা এ বার ফ্রান্সে

চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে। ১৪৩ দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement