গ্রাফিক: তিয়াসা দাস।
প্রথম পর্যায়ের লকডাউন শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে সবাইকে বাড়িতেই থাকতে বলছে প্রশাসন। আর প্রশাসনের তরফে তুলে ধরা একটি ভিডিয়োতে দেখানো হয়েছে, খেলার ছলে একদল শিশু দেখাচ্ছে কী ভাবে করোনার চেন ভাঙা যায়। সেই ভিডিয়োটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর টুইটা হ্যান্ডলে এদিন দুপুর একটা নাগাদ ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একদল বাচ্চা বৃত্তাকারে পাশাপাশি কয়েকটি ইট সাজিয়েছে। যার একদম শুরুর ইটে ধাক্কা দিতেই একের পর এক সব ইট পড়ে যাচ্ছে।
একটি শিশু বাকিদের বোঝাচ্ছে, এই ভাবে একজন থেকে আর একজনের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। কিন্তু আটকাবে কী ভাবে? করোনার চেন ভাঙতে হলে কী করা উচিত, তাও দেখিয়েছে এই শিশুরা।
করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙতে ইটের বৃত্ত থেকে একটি ইট সরিয়ে নেওয়া হয়। ফলে তার আগের ইটটি পর্যন্ত একের পর এক পড়ে গেলেও, পরেরগুলি দাঁড়িয়ে থেকে যায়।
আরও পড়ুন: ছুরি হাতে রাস্তায় উৎপাত যুবকের, গাড়ির ধাক্কায় কাবু করল পুলিশ!
আরও পড়ুন: ‘লকডাউনে দ্রুত বিবর্তন', মানুষের মতো বানরও ওড়াচ্ছে ঘুড়ি
প্রধানমন্ত্রী ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘বাচ্চারা খেলার ছলে যা বলে দিল তাতে করোনার মহামারি থেকে বাঁচার এক বড় শিক্ষা রয়েছে’। প্রধানমন্ত্রীর পোস্ট করা এই ভিডিয়োটি পাঁচ ঘণ্টাতেই প্রায় সাড়ে পাঁচ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে শেয়ার হয়েছে প্রায় ২২ হাজার বার।
দেখুন সেই ভিডিয়ো:
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)