জম্মু। ফাইল চিত্র।
সংঘর্ষবিরতি লঙ্ঘন, জঙ্গি অনুপ্রবেশ করানোর মতো ঘটনা তো লেগেই আছে, এ বার করোনায় আক্রান্ত লোকজন পাঠিয়ে জম্মু-কাশ্মীরে সংক্রমণ ছাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। বৃহস্পতিবার এমনই দাবি করলেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিংহ।
এ দিন উপত্যকার গন্ডেরবাল জেলায় করোনা আক্রান্তদের জন্য কোয়রান্টিনের সুযোগ-সুবিধা দেখতে গিয়েছিলেন দিলবাগ। সেখানে তিনি বলেন, “বেশ কয়েকটা ব্যাপার থেকে স্পষ্ট যে উপত্যকায় করোনা আক্রান্তদের ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান। আগে তারা জঙ্গি অনুপ্রবেশ করাত, এখন করোনা আক্রান্তদের অনুপ্রবেশ করাচ্ছে।” এ বিষয়ে সকলকে সতর্ক থাকার কথাও বলেছেন পুলিশ প্রধান।
আরও পড়ুন: মানবদেহে পরীক্ষা শুরু অক্সফোর্ডে, সাফল্য নিয়ে ৮০ শতাংশ নিশ্চিত গবেষকরা
জম্মু-কাশ্মীরে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই কাশ্মীরের। আক্রান্তদের মধ্যে তিন পুলিশকর্মীও রয়েছেন। করোনার সংক্রমণ ঠেকাতে উপত্যকা জুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ করছে প্রশাসন। শুধু জম্মু-কাশ্মীরই নয়, গোটা দেশ করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে।
এই সঙ্কটময় পরিস্থিতিতেও অনবরত সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। ভারতে জঙ্গি অনুপ্রবেশের করানোর চেষ্টা করছে। এপ্রিলের শুরুতেই কেরন সেক্টর দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেয় সেনা। কুপওয়ারাতে সীমান্ত বরাবর লাগাতার গোলাবর্ষণ করেছে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)