COVID19

Covid 19: দেশে কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫৮, মৃত ১১

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। তার পরই রয়েছে হরিয়ানা (৪৩৯), কেরল (৪১৯) এবং মহারাষ্ট্র (২৬৩)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১৭:০১
Share:

ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন। শুক্রবারের তুলনায় সামান্য বেশি। শুক্রবার এই সংখ্যা ছিল ২ হাজার ৮৪১।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। শুক্রবারের তুলনায় সামান্য বেড়েছে পজিটিভিটি রেট বা দৈনিক সংক্রমণের হার। শনিবার দৈনিক সংক্রমণের হার ০.৫৯ শতাংশ।

Advertisement

তবে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৯৬। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।

দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন। তার পরই রয়েছে হরিয়ানা (৪৩৯), কেরল (৪১৯) এবং মহারাষ্ট্র (২৬৩)। কেরলে মৃত্যু হয়েছে ৫ জনের। তার পরই রয়েছে দিল্লি (৪) এবং মহারাষ্ট্র (২)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement