Coronavirus in India

আন্তর্জাতিক সমীক্ষায় লক্ষ পেরোল দেশে কোভিডে মৃত্যু

কেন্দ্রের যদিও বক্তব্য, মৃত্যু ও মৃত্যুহারের নিরিখে অন্যান্য অনেক দেশের চেয়ে ভারতের অবস্থা কম উদ্বেগজনক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:০০
Share:

ছবি: পিটিআই।

আন্তর্জাতিক সমীক্ষায় দেশে কোভিডে মৃতের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গেল। আজ সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, মৃতের সংখ্যা ৯৯,৭৭৩। রাত পৌনে ১১টা নাগাদ ওয়ার্ল্ডোমিটার্স জানিয়ে দেয়, লক্ষ পেরিয়েছে মৃত্যু। ওই সমীক্ষা অনুযায়ী ভারতে মোট সংক্রমিতের সংখ্যাও ৬৪ লক্ষ পেরিয়েছে আজ।

Advertisement

কেন্দ্রের যদিও বক্তব্য, মৃত্যু ও মৃত্যুহারের নিরিখে অন্যান্য অনেক দেশের চেয়ে ভারতের অবস্থা কম উদ্বেগজনক। বিজ্ঞানীরাও আশার খবরই দিচ্ছেন। আইসিএমআর গত কাল টুইটারে জানায়, হায়দরাবাদের ‘বায়োলজিক্যাল-ই’ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে করোনার চিকিৎসার জন্য ‘বিশুদ্ধ অ্যান্টিসেরা’ তৈরি করেছে তারা। অ্যান্টিসেরা হল পশুদের শরীর থেকে সংগৃহীত রক্তরস, যাতে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে লড়ার জন্য অ্যান্টিবডি থাকে।

আইসিএমআরের বক্তব্য, প্লাজ়মা থেরাপিও একই ভাবে কাজ করে। কিন্তু প্লাজ়মায় থাকা অ্যান্টিবডির ‘প্রোফাইল’, কার্যকারিতা ও ঘনত্ব সকলের ক্ষেত্রে এক হয় না। তাই এর চেয়ে সাম্প্রতিক অ্যান্টিসেরা থেরাপি অনেক নির্ভরযোগ্য। এ ক্ষেত্রে রোগীর শরীরে অ্যান্টিসেরা প্রবেশ করাতে হয়। আইসিএমআর জানিয়েছে, টিটেনাস, হেপাটাইটিস-বি, র্যাবিস, ডিপথেরিয়ার মতো রোগের ক্ষেত্রে অ্যান্টিসেরা ব্যবহারের নজির রয়েছে। তবে কোভিডের ক্ষেত্রে এর পরীক্ষামূলক প্রয়োগ নিয়ে তারা ভেঙে বলেনি।

Advertisement

এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া মনে করেন, সব ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারিতেই ভারতে করোনার টিকা আসতে পারে। তবে সুষ্ঠু ভাবে টিকা দিতে হলে কারা আগে টিকা পাবেন, সেই বিষয়ে একটি মডেল থাকা দরকার। স্বাস্থ্যকর্মী-সহ কোভিড যোদ্ধাদের নিয়ে একটি দল, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা মানুষদের আরও একটি দল— এ ভাবে বিষয়টি ভাবা যেতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টিও নজর করা জরুরি। গুলেরিয়ার মতে, টিকা দেওয়ার পরে ভারতের জনগোষ্ঠীতে রোগ প্রতিরোধ ক্ষমতা (হার্ড ইমিউনিটি) তৈরি হবে। সংক্রমণের স্বাভাবিক নিয়মে হার্ড ইমিউনিটি তৈরি হতে গেলে জনসংখ্যার ৬০-৭০ শতাংশকে সংক্রমিত হতে হবে, যেটি লক্ষ্য হওয়া উচিত নয়।

গত কাল সারা দেশে ১০.৯৭ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে। রিলায়্যান্স লাইফ সায়েন্সেস জানিয়েছে, এমন একটি আরটি-পিসিআর কিট তারা তৈরি করেছে, যাতে দু’ঘণ্টায় ফল জানা যাবে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় আগামিকাল থেকে এক মাস রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করেছে কেরল সরকার। অর্থাৎ ‘আনলক-৫’ শুরু হলেও পিনারাই বিজয়নের রাজ্যে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement