অরবিন্দ কেজরীবাল। ছবি- পিটিআই।
লকডাউন কোনও ভাবেই শিথিল করা যাবে না। রবিবার এমনই বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, দেশের মোট জনসংখ্যার ২ শতাংশ দিল্লির। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে দেখতে গেলে দেশে মোট আক্রান্তের ১২ শতাংশ এই রাজ্য থেকেই। আবার ঠিক এক সপ্তাহ পরেই দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখা হবে জানান কেজরীবাল। দিল্লিবাসীকে ঘরে থাকতে আর্জিও জানিয়েছেন তিনি।
কেজরীবাল এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, “কেন্দ্রের শর্ত অনুযায়ী করোনা প্রভাবিত নয় এমন এলাকাগুলোতে আগামিকাল অর্থাত্ ২০ এপ্রিল থেকে লকডাউন কিছুটা শিথিল করা হবে। কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হবে। তবে করোনা প্রভাবিত এলাকাগুলোতে নিয়মের কড়াকড়ি বজায় থাকবে।”
দিল্লিতে মোট ৭৭টি করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৩। মৃত্যু হয়েছে ৪২ জনের। আবার করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয়। মহারাষ্ট্রের পরেই। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে ক্রমশ উদ্বেগ ও আতঙ্ক ছড়াচ্ছে রাজধানীতে। এ প্রসঙ্গেই এ দিন কেজরীবাল বলেন, “দিল্লির ১১টি জেলা রয়েছে। প্রত্যেকটিই করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। গত কয়েকে দিনে কোভিড-১৯ এর টেস্ট বাড়ায় আক্রান্তের সংখ্যাটাও এক লাফে বেড়েছে।”
আরও পড়ুন: ইচ্ছাকৃত ভাইরাস ছড়ালে ‘ফল ভুগতে হবে’ চিনকে, হুঁশিয়ারি ট্রাম্পের
আরও পড়ুন: করোনা আক্রান্তের মৃত্যু, এসএসকেএমে ৮ চিকিৎসক-সহ ১৪ জন কোয়রান্টিনে
কেজরী আরও বলেন, “পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, অনেক মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের কথা ভেবে উদ্বিগ্ন আমি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, যদি লকডাউন শিথিল করা হয়, হাসপাতালে শয্যার অভাব পড়বে। ভেন্টিলেটরের অভাব পড়বে। তখন কী করব আমরা?” এ কথা বলতে গিয়ে তিনি ইটালি ও স্পেনের উদাহরণ তুলে ধরেন।
শনিবারই ৭৩৬ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে ২৫ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে বলে এ দিন জানিয়েছেন কেজরী। তিনি বলেন, “ভয়ের বিষয় এটাই যে, ১৮৬ জন করোনা আক্রান্তের কোনও উপসর্গই ধরা পড়েনি।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)