প্রতীকী ছবি।
সংবাদপত্র থেকে করোনাভাইরাস ছড়ানোর খবর পুরোটাই গুজব বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান, খবরের কাগজ থেকে মোটেই করোনাভাইরাস ছড়ায় না। বরং সঠিক তথ্য পাওয়ার জন্য সংবাদপত্র জরুরি।
করোনাভাইরাসের জেরে পশ্চিমবঙ্গ-সহ দেশের অনেক অংশেই সংবাদপত্র বিলি ব্যবস্থায় বাধা আসছে। ভয়ে খবরের কাগজের হকারেরা বিলি করতে চাইছেন না। অনেক আবাসনেও সংবাদপত্র ঢুকতে বারণ করে দেওয়া হয়েছে। এই দু’টিই ‘গুজব ও ভুল ধারণার ফল’ বলে জানিয়েছেন জাভড়েকর। বুধবার দিল্লিতে জাভড়েকরের বাড়িতেও সংবাদপত্র পৌঁছয়নি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে মোদী সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রী বলেন, “আমার বাড়িতে কাগজ না আসায় খোঁজ করে জানতে পারলাম, সংবাদপত্রে হাত দিলে কী হবে, তা নিয়ে ভয় তৈরি হয়েছে। অনেক আবাসনেও কাগজ ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুটোই ভুল ধারণা ও গুজবের ফল। কাগজ থেকে করোনাভাইরাস ছড়ায় না। বাড়িতে খবরের কাগজ এলে কিছুই হবে না। বরং সঠিক তথ্য পাওয়ার জন্যই খবরের কাগজ জরুরি।’’