থালা বাজাচ্ছেন হীরাবেন। রবিবার। ছবি: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
জনতা কার্ফুর মধ্যেই থালা বাজিয়ে অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। নোট বাতিলের সিদ্ধান্তের পরেও এটিএমের বাইরে লাইনে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে।
‘জনতা কার্ফু’ তে ব্যাপক ভাবে সাড়া দেওয়ার জন্য রবিবার দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। তবে টুইটারে তাঁর মন্তব্য, ‘‘এর পরে আমরা যেন উৎসব শুরু না করে দিই। একে সাফল্য ভাবার কারণ নেই। এটা একটা লম্বা লড়াইয়ের শুরু...দেশের মানুষ আজ বুঝিয়ে দিয়েছেন, এক হয়ে বড় লড়াইয়েও আমরা জিততে পারি।’’ রবিবার প্রধানমন্ত্রীর জনতা কার্ফু-র ডাকে সাড়া দিয়েছেন বিরোধী দলের নেতা-নেত্রীরাও। আর অন্য বিজেপি নেতারা তো বটেই, বিকেল পাঁচটায় ঘণ্টা বাজিয়েছেন লালকৃষ্ণ আডবাণীও।
আরও পড়ুন: কণিকার বিরুদ্ধে এফআইআর নিয়ে বিতর্ক