Coronavirus

সাংসদদের করোনা-উদ্বেগ

লাদাখের বিজেপি সাংসদ জে টি নামগিয়াল জানান, শুধু লেহ ও কার্গিলেরই ৮৩৬ জন এখনও আটকে আছেন ইরানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৩:২১
Share:

প্রতীকী ছবি।

করোনার থাবায় ঘরবন্দি হওয়ার জোগাড় বিশ্বই। এই পরিস্থিতিতে মঙ্গলবার লোকসভায় জিরো আওয়ারেও বহু সাংসদের প্রশ্নের সঙ্গে জুড়ে রইল ওই মারণ রোগের প্রসঙ্গ। কেউ বললেন নিজের এলাকার মানুষের বিদেশে আটকে থাকার কথা, তো কেউ দাবি তুললেন করোনার ধাক্কায় ক্ষতির মুখে পড়া শিল্প এবং কর্মীদের পাশে দাঁড়াক কেন্দ্র।

Advertisement

ন্যাশনাল কনফারেন্সের বারামুল্লার সাংসদ মহম্মদ আকবর লোন জানালেন, ইরানে এখনও আটকে রয়েছেন তাঁর সংসদীয় এলাকার বেশ কিছু জন। লাদাখের বিজেপি সাংসদ জে টি নামগিয়াল জানান, শুধু লেহ ও কার্গিলেরই ৮৩৬ জন এখনও আটকে আছেন ইরানে। এঁদের মধ্যে কয়েক জন করোনা আক্রান্ত। সকলেরই আর্জি, আটকে থাকা মানুষকে দ্রুত ফেরানোর বন্দোবস্ত করুক সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement