প্রতীকী ছবি।
করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে ত্রিপুরায় মৃত্যুর হার বাড়ছে। গত কাল গভীর রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, করোনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক জন পশ্চিম জেলার এবং অন্য জন গোমতী জেলার বাসিন্দা৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ এলাকার বাসিন্দা বছর ছিয়াত্তরের এক ব্যক্তি কিডনির অসুখে ভুগছিলেন। ওই ব্যক্তি ও তাঁর ছেলেকে করোনা পরীক্ষার জন্য গোমতী জেলা হাসপাতালে আনা হয়েছিল। সেখানে হুইল চেয়ারে বসা অবস্থাতেই তিনি মারা যান। পরে রিপোর্ট এলে দেখা যায়, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আগরতলায় আইএলএস হাসপাতালে কিডনির অসুস্থতার ফলে ভর্তি আরও এক জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ত্রিপুরায় বর্তমানে ৩৯১৯ জন করোনা আক্রান্ত রয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬২ জন।