National News

করোনা আতঙ্কে সতর্কতার রাশ সভা-সমাবেশে, দিল্লি বিমানবন্দরে পরীক্ষা রাহুলকে

ইটালিতে সংক্রমণ ছড়ানোয় সনিয়া ও রাহুল গাঁধীর উদ্দেশে ব্যঙ্গ-বিদ্রুপ ছুড়তে ছাড়েনি বিজেপি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০৪:৪৯
Share:

ছবি: পিটিআই।

দিল্লিতে দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলল আজ। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। বছর পঁচিশের ওই যুবক সম্প্রতি তাইল্যান্ড ও মালয়েশিয়া ঘুরে এসেছেন। তাঁর সংস্পর্শে আসা পরিবারের সাত জনকে আলাদা ভাবে নজরদারিতে রাখা হয়েছে। সংক্রমণ ঠেকাতে সভা সমাবেশে রাশ টানতে চাইছে সরকার।

Advertisement

ইটালিতে সংক্রমণ ছড়ানোয় সনিয়া ও রাহুল গাঁধীর উদ্দেশে ব্যঙ্গ-বিদ্রুপ ছুড়তে ছাড়েনি বিজেপি। তার জবাবে কংগ্রেস এ দিন জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারি ইটালি থেকে ফেরার পরে দিল্লি বিমানবন্দরে রাহুল গাঁধীকেও করোনা সংক্রমণের পরীক্ষা করা হয়েছিল। এ জন্য অন্য যাত্রীদের সঙ্গে আধঘণ্টার বেশি লাইনে দাঁড়ান রাহুল।

বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। বৈঠকে সব রাজ্যকে একেবারে জেলা স্তর পর্যন্ত ওই ভাইরাসের পরীক্ষাকেন্দ্র, সংক্রমিত ব্যক্তিকে আলাদা রাখার ব্যবস্থা এবং গোটা বিষয়টি সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আপৎকালীন দল গড়ায় জোর দেওয়া হয়।

Advertisement

করোনা-বার্তা

• নতুন আক্রান্তের খবর দিল্লিতে
• ভারত হয়ে ভুটানে এক আক্রান্ত
• বন্ধ দিল্লির শুটিং বিশ্বকাপ
• কেন্দ্রীয় মন্ত্রকে বায়োমেট্রিক হাজিরা বন্ধ
• বৃষ্টিতে সংক্রমণ বৃদ্ধির ভয় দিল্লিতে

শুক্রবার ভুটানে প্রথম করোনা আক্রান্তের কথা নিশ্চিত করেছে থিম্পু। আক্রান্ত ৭৬ বছরের এক মার্কিন নাগরিক। কিন্তু উদ্বেগের বিষয়, ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তিনি ভারত ঘুরে ভুটানে পৌঁছন। মুম্বই, কলকাতা, বাগডোগরা হয়ে গুয়াহাটি যান তিনি। সেখানে ব্রহ্মপুত্রের বুকে এমভি মহাবাহু নামে একটি ক্রুজ়ে সাত দিন কাটান। ছিলেন কাজিরাঙার রিসর্টেও। ২ মার্চ গুয়াহাটি থেকে বিমানে পারো পৌঁছন। ভুটানে তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনার পরে আক্রান্তের সঙ্গী, গাড়ির চালক, গাইড বা ভুটানে যে যে হোটেলে তিনি থেকেছেন, তার কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গুয়াহাটি থেকে পারোর বিমানে তাঁর সহযাত্রীদের মধ্যে আট ভারতীয় ছিলেন। সেই আট জন ও বিমানকর্মীদের উপরে নজর রাখা হচ্ছে। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, মহাবাহু ক্রুজ়ের কর্মী ও আক্রান্তের সফরসঙ্গীদের নজরবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার লক্ষণ ধরা পড়ায় সম্প্রতি ওড়িশায় আসা এক আইরিশ যুবককে আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। আজ তাঁকে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে ধরা হয়েছে।

আরও পড়ুন: ফের যেন নোটবন্দি! বলছেন ক্ষুব্ধ গ্রাহক

শুক্রবার থেকে দিল্লির স্কুলগুলিতে সকালের প্রার্থনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর প্রাথমিক স্কুলগুলিতে ৩১ মার্চ পর্যন্ত আগেই ছুটি ঘোষণা করেছিল দিল্লি সরকার। কেন্দ্রীয় মন্ত্রকগুলিতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা আপাতত ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হলদিয়া বন্দরেও আপাতত বন্ধ থাকছে বায়োমেট্রিক হাজিরা।

এই পরিস্থিতিতে ওয়াঘা-অটারি সীমান্তে বিটিং রিট্রিট অনুষ্ঠান উপলক্ষে জনসমাবেশ আজ থেকে বন্ধ রাখছে বিএসএফ। আসন্ন ‘শুটিং বিশ্বকাপ’ বন্ধ রাখার কথা জানিয়েছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। ১৫ থেকে ২৬ মার্চ দিল্লিতে ওই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। মার্চের শেষে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে বিমানবাহিনীর ‘উইংস ইন্ডিয়া ২০২০’-র অনুষ্ঠান সূচিতেও কাটছাঁট করা হয়েছে। উল্টো সুর জম্মু-কাশ্মীরে। ৭-১১ মার্চ গুলমার্গে যে ‘উইন্টার গেমস’ হওয়ার কথা ছিল, তা বাতিল হচ্ছে না। ওই অনুষ্ঠানে অন্তত ৯০০ জন প্রতিযোগীর অংশ নেওয়ার কথা। ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ইতিমধ্যেই গুলমার্গে পৌঁছে গিয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে।

দু’দিন ধরে দিল্লিতে চলতে থাকা বৃষ্টি উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, আর্দ্র ও শীতল আবহাওয়ায় সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement