করোনা আতঙ্ক মুম্বইয়ে। ছবি: পিটিআই।
দেশ জুড়ে করোনাভাইরাস আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভিড়ের মধ্যে এক ব্যক্তি হাঁচি দেওয়ায় তাঁকে বেধড়ক মারধর করলেন অন্য এক ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলহাপুরে।
পুলিশ জানিয়েছে, মোটরবাইকে চেপে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁর মুখে কোনও মাস্ক ছিল না। হঠাত্ই হাঁচি দেওয়ায় পথচলতি অন্য এক মোটরবাইক আরোহী ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন, কেন তিনি রুমাল চাপা দিয়ে হাঁচলেন না। যেখানে মহারাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, এমন পরিস্থিতিতে এই কাজ করা গর্হিত অপরাধ-- এই অভিযোগ তুলে বচসা জুড়ে দেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জনের মধ্যে বিষয়টি নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। অভিযোগ, এই পরিস্থিতিতে যে ব্যক্তি হাঁচি দিয়েছিলেন, তাঁকে হঠাত্ই মারধর করতে শুরু করেন ওই মোটরবাইক আরোহী। পুলিশ জানিয়েছে, এমন একটা ঘটনার কথা তারা শুনেছে। কিন্তু এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেননি কেউ।
আরও পড়ুন: কলকাতায় করোনা: দায়িত্বজ্ঞানহীনের মতো ঘুরে বেড়ালেন দ্বিতীয় আক্রান্তও
আরও পড়ুন: আতঙ্কের ঠিকানা স্পেন, আর এক ইটালি হয়ে উঠতে পারে যে কোনও মুহূর্তেই
কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫। তার মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৪৪ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন বিদেশিও রয়েছেন। ওই রাজ্যে ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক জনের।
দেশ জু়ড়ে এমন একটা সঙ্কটময় পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক যে ক্রমশ বাড়ছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের গুজারি এলাকার ঘটনা তারই একটা জ্বলন্ত নিদর্শন।