Coronavirus in India

কবিতা-গানে বার্তা জম্মুর দুই ভাইয়ের

সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন উপায়ে মানুষকে লকডাউন মেনে চলায় উদ্বুদ্ধ করে জনপ্রিয় হয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০২:৩৭
Share:

ছবি: পিটিআই।

পুলিশ আর সমাজকর্মীর কর্তব্য করছেন। সেই সঙ্গে চেষ্টা করছেন মানুষকে একটু আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা পৌঁছে দেওয়ারও।

Advertisement

জম্মুর রামবন জেলার ভাদেরওয়াহ উপত্যকা ‘মিনি কাশ্মীর’ হিসেবে পরিচিত। রামবন পুলিশের এসএসপি হাসিব উর রহমানের দাদা ইমতিয়াজ উর রহমান ভাদেরওয়াহ এলাকার পরিচিত সমাজকর্মী। এখন সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন উপায়ে মানুষকে লকডাউন মেনে চলায় উদ্বুদ্ধ করে জনপ্রিয় হয়েছেন তাঁরা।

মঙ্গলবার আর বুধবার দু’টি আলাদা আলাদা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তাঁরা। হাসিব পুলিশের উর্দিতেই সুফি ঘরানার কায়দায় গান গেয়ে লকডাউনের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন। ইমতিয়াজ বুঝিয়েছেন আবৃত্তি করে।

Advertisement

একইভাবে গান গেয়ে মানুষকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করার চেষ্টা করেন জম্মুর রিয়াসি জেলায় মোতায়েন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর রাম প্রকাশ। তিন জনেরই বার্তা, পুলিশ আর স্বাস্থ্যকর্মীদের লড়াইকে সম্মান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement