Coronavirus in India

সামনে লম্বা লড়াই, করোনা নিয়ে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

সোমবার বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৩:১৭
Share:

সোমবার দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: বিজেপির টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

ভারতে করোনার জেরে মৃত্যুসংখ্যা ১০০ পেরিয়েছে। কিন্তু সামনে আরও লম্বা লড়াই। তার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, জয় না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

Advertisement

এ দিন দলের ৪০তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীদের উদ্দেশে মোদী বলেন, ‘‘এ বছর এমন একটা সময়ে দলের প্রতিষ্ঠা দিবস পড়েছে, যখন শুধুমাত্র আমাদের দেশই নয়, গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। মানবতার এই সঙ্কটের সময় একনিষ্ঠ ভাবে দেশের সেবা করে যেতে হবে।’’

এ যাবৎ লকডাউনের সাফল্যের জন্য দেশবাসীর পরিণত মানসিকতার প্রশংসা করেন তিনি। মোদী বলেন, ‘‘লকডাউনে পরিণত বিচারবুদ্ধির পরিচয় দিয়েছেন দেশবাসী। সামনে লম্বা লড়াই। বিজেপির সব কর্মীর সামনে রাষ্ট্রসেবা-মানবসেবার দায়িত্ব। গরিব মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছচ্ছে কি না, খেয়াল রাখতে হবে। ত্রাণ পৌঁছে দিতে যাওয়ার সময় মাস্ক পরে নেবেন। কেনা মাস্ক না থাকলে কাপড়ে মুখ ঢেকে নেবেন।’’

Advertisement

আরও পড়ুন: বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ছুঁইছুঁই, মৃত প্রায় ৭০ হাজার​

এই পরিস্থিতিতেও যাঁরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, সেই সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষকে ধন্যবাদপত্র লিখে ধন্যবাদ জানানোর পরামর্শ দেন মোদী। এর পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের আরোগ্য অ্যাপ ডাউনলোড করে, পরিচিত আরও ৪০ জনকে ওই অ্যাপ ডাউনলোড করানোর কথা বলেন তিনি। পিএমকেয়ারস তহবিলে অনুদান বাড়াতে হবে বলেও জানান মোদী।

আরও পড়ুন: কমেনি জ্বর, হাসপাতালে ভর্তি করা হল ব্রিটে‌নের প্রধানমন্ত্রী বরিস জনসনকে​

করোনার প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ থেকে দেশ জুড়ে ২১ দিন ব্যাপী লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সংক্রমণ ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের বাইরে বেরনো নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ভারতের এই পদক্ষেপের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এ দিন সেকথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘‘দ্রুত ও সার্বিক পদক্ষেপ করেছে ভারত। দেশবাসী তো বটেই হু-ও আমাদের কাজের প্রশংসা করেছে। করোনা নিয়ে সার্ক এবং জি-২০-র সদস্য দেশগুলির সঙ্গে বৈঠকে এখনও পর্যন্ত সক্রিয় ভাবে অংশ নিয়েছে ভারত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement